ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে প্রস্তুতিটা ভাল হচ্ছে না মুমিনুল হকের। আসল লড়াইয়ের আগে ব্যাট হাতে ফ্লপ বাংলাদেশের টেস্ট অধিনায়ক। দুইদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে শনিবার আগে ব্যাট করে লাল দল। তামিমের লাল দল প্রথম দিনে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে করেছে ৩১৪ রান। রোববার সবুজ দলের হয়ে ব্যাট করতে নেমে হতাশ করেন মুমিনুল, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বিরা। অধিনায়ক মুমিনুল ফিরলেন কোন রান না করেই। প্রতিপক্ষের স্পিনার মেহেদী হাসান মিরাজ নেয়েছেন ২ উইকটে।
৩ উইকেট হারিয়ে ৮৯ রানে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় সবুজ দল। ২৭ রানে করে স্বেচ্ছায় অবসরে যান ওপেনার লিটন দাস। সাদমান আউট ১৯ রানে। এরমধ্যে মুমিনুল ফিরলেন রানের মুখ না দেখেই। রাব্বি ১৫ রান করে আউট।
শনিবার ম্যাচের প্রথম দিনে আগে ব্যাট করে লাল দল। ১ উইকেট হারিয়ে ৩১৪ রানে দিনের খেলা শেষ করে তারা। ৬৩ রান করে অবসরে যান অধিনায়ক তামিম। ব্যক্তিগত ফিফটির পর শান্ত (৫৩), সাইফ (৫২), ও মুশফিক (৬৬) স্বেচ্ছায় সাজঘরে ফেরেন। ৪৮ রান করে স্বেচ্ছায় অবসরে যান নুরুল হাসান সোহান।
প্রস্তুতি ম্যাচের দুই দল:
লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও এক সাপোর্ট স্টাফ।
সবুজ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম।
Discussion about this post