ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস সংক্রমণ নিয়ে দুশ্চিন্তায় গোটা দেশ। এ অবস্থায় ১৪ এপ্রিল থেকে বাংলাদেশে কঠোর লকডাউনের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। তার পথ ধরেই এখনই বাংলাদেশ সফরে আসা হচ্ছে না পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। সিরিজটি স্থগিত করেছে দুই দেশের ক্রিকেটে বোর্ড।
সব মিলিয়ে করোনা বেশ ভোগাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। এর আগে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ স্থগিত হয়। এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজও থমকে গেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা। আমরা যেকোনো একটা সুবিধাজনক সময়ে করার পরিকল্পনা রয়েছে। সেভাবেই কথাবার্তা হচ্ছে। আমরা চেষ্টা করব যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যখন খেলা পরিচালনা করার জন্য., আমরা একটা আন্তর্জাতিক দলকে হোস্ট করার মতো অনুকুলে মনে করব তখনই করে ফেলব আমরা।’
একটি চারদিনের ম্যাচের সঙ্গে ৫টি ওয়ানডে কেলার কথা ছিল পাকিস্তানি যুবাদের সঙ্গে। ১৭ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল দলটির। তবে দেশে করোনাভাইরাসের উর্ধ্বগতির কারণে স্থগিত করা হয়েছে সিরিজটি। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশে করোনাভাইরাসের পরিস্থিতি উন্নতি না হওয়ার কারণে আর লকডাউন ঘোষণা করার কারণে আপাতত দুই দলের মধ্যকার সিরিজ স্থগিত করা হচ্ছে।
এ অবস্থায় অতিমারি করোনার প্রকোপ কমলে ও ফাঁকা উইন্ডো পেলে সিরিজটি আয়োজন করতে চায় দুই দেশের ক্রিকেট বোর্ড।
Discussion about this post