ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা গোটা দেশ। বাদ নেই বাংলাদেশ ক্রিকেটাঙ্গনও। এই অতিমারির হাত থেকে বাঁচতে করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন ক্রিকেটারদের একটি অংশ। বাকিরা রোববার টিকা নেবেন।
১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। সফরে যাওয়ার আগে ক্রিকেটাররা দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন।
শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শুরু হয় ক্রিকেটারদের টিকাদান কর্মসূচি। শুরুতেই টিকা নিতে আসেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। তারপর দেখা মিলল মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, নাইম হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদদের। সস্ত্রীক টিকা নেন সৌম্য সরকার ও তামিম ইকবাল।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ক্রিকেটাররা যেহেতু সফরে থাকবেন এজন্য তাদের টিকা গ্রহণের সময় এগিয়ে আনা হয়েছে। সরকারী নির্দেশনা হিসেবে, এক থেকে তিন মাসের ভেতরেই নেওয়া যায়। দুই মাসের সময় চূড়ান্ত করেছিলাম আমরা। যেহেতু দল সফরে যাচ্ছে তাই টিকা আগেভাগেই দেওয়া হচ্ছে তাদের।’
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ১৮ ও ২০ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন ক্রিকেটাররা। তবে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস নিউজিল্যান্ড সফরের আগে টিকার প্রথম ডোজ নেননি। তারা টিকা নেননি এবারও। মুস্তাফিজুর রহমানে আইপিএল খেলতে ভারতে। প্রথম ডোজের টিকা দিলেও আপাতত তার দ্বিতীয় ডোজের টিকা নিতে পারেন নি এই পেসার।
এদিকে শ্রীলঙ্কায় ১২ এপ্রিল পৌঁছে কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ দল। ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
Discussion about this post