ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এখন দেশজুড়ে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনেও একই দৃশ্যপট। এবার করোনায় আক্রান্ত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। শুক্রবার রাতে কোভিড পরীক্ষায় পজিটিভ হন ১৯৯৭ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক।
এর আগে বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষার নমুনা দেন। এখন মহাখালীর ডিওএইচয়ের বাসায় আইসোলেশনে রয়েছেন আকরাম। জানা গেছে, কিছুদিন ধরেই কিছুদিন ধরেই শরীরে উপসর্গ ছিল। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুরের কার্যালয়ে আসেননি তিনি। গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলে- বর্তমান পরিস্থিতির কারণে এড়িয়ে গেছেন।
আকরাম জানালেন, ‘গত কয়েকদিন ধরে ঠাণ্ডা ছিল বেশ। একটু গলাব্যথা ছিল। তবে শারীরিকভাবে সুস্থ আছি। করোনার তেমন কোনো উৎসর্গ নেই। দেশবাসীর কাছে দোয়া চাই যেন দ্রুত করোনা থেকে মুক্তি পেতে পারি। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’
এই সাবেক ক্রিকেটারের স্ত্রী ও দুই মেয়ের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে।
আকরাম খান এখন বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানও তিনি। খেলা ছাড়ার পর থেকেই ক্রিকেটে জড়িয়ে আছেন।
এদিকে করোনায়িকিছুদিন আগেই থমকে গেছে জাতীয় ক্রিকেট লিগ। মাঠের বাইরে ঘরোয়া ক্রিকেট। তাছাড়া কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন বিসিবি প্রধান পিস কিউরেটর গামিনি ডি সিলভা। নিজ দেশ শ্রীলঙ্কায় ফেরার টিকিট কাটলেও যেতে পারেন নি তিনি।
Discussion about this post