ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেবারে একপেশে এক ম্যাচ। শুরু থেকে শেষ কোন পাত্তা পায়নি দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ইমার্জিং দলের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এরপর জবাবে নেমে তুলে নেয় ৬ উইকেটের অনায়াস জয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের তৃতীয়টি হেসে খেলে জয় পায় বাংলাদেশের ইমার্জিং নারী দল।
লক্ষ্য ছিল মাত্র ৯৩ রান। যা ১৩২ বল বাকি থাকতেই করে ফেলে স্বাগতিকরা। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ৩-০ ব্যবধানে। রোববার চতুর্থ ম্যাচে সিলেটেই লড়বে দুই দল।
টস জিতে ব্যাট করতে নেমে তেমন কিছুই করতে পারে নি দক্ষিণ আফ্রিকা। এর মধ্যেে ২ চারে ৪৯ বলে সর্বোচ্চ ৩০ রান করেন আন্নেকে বোস। অ্যান্ড্রি স্টেইন করেন ১৯। ১৮ রান মিশেলা অ্যান্ড্রেসের। ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা রাবেয়া। ১০ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন নাহিদা। রিতু ৩ উইকেট শিকার করেন ১৬ রানে।
জবাবে নেমে শুরুতেই আউট শারমিন সুলতানা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিগার সুলতানা ও ফারজানা হকও তেমন কিছু করতে পারেন নি। লড়েন মুর্শিদা খাতুন। ৭১ বলে ৭ চারে ৪৬ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৩৩.৩ ওভারে ৯২ (স্টেইন ১৯, ডের্কসেন ২, সাঙ্গাস ১১, ফে ০, বোস ৩০, সিনালো ১, জোন্স ০, অ্যান্ড্রুস ১৮, ফিগুয়েইরেডো ০, বানেটি ১, উইন্সটার ৫*; সালমা ৯-২-১৬-০, রিতু ৭.৩-১-১৬-৩, নাহিদা ১০-৩-২৫-৩, লতা ১-০-৭-০, রাবেয়া ৪-০-১৫-৩, সানজিদা ২-০-১১-০)
বাংলাদেশ ইমার্জিং নারী দল: (লক্ষ্য ৯৩) ২৮ ওভারে ৯৩/৪ (মুর্শিদা ৪৬, শারমিন ৩, নিগার ১৩, ফারজানা ১৬, রুমানা ২*, লতা ৬*; অ্যান্ড্রুস ৮-৩-২৩-১, ফিগুয়েইরেডো ৩-১-১২-০, উইন্সটার ৫-০-১৭-১, বানেটি ৪-০-১১-০, সাঙ্গাস ৭-০-২৩-১, জোন্স ১-০-৫-১)
ফল: বাংলাদেশ ইমার্জিং নারী দল ৬ উইকেটে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং নারী দল
ম্যাচসেরা: রাবেয়া খান।
Discussion about this post