ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই দুঃসংবাদ। নিজ দেশ শ্রীলঙ্কায় ফেরার আগে করোনা পরীক্ষা করাতে গিয়েই মন খারাপ গামিনি ডি সিলভার। আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটর। অবশ্য কোভিড-১৯ এর নতুন ঢেউ সব তছনছ করে দিচ্ছে। আক্রান্ত ও মৃত্যের সংখ্যায় আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিনই। করোনায় ধাক্কায় জাতীয় ক্রিকেট লিগ থমকে গেছে। আক্রান্ত একাধিক ক্রিকেটার। সেই তালিকায় কিউরেটর গামিনি ডি সিলভা।
গামিনির করোনা আক্রান্তের খবর গণমাধ্যমে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘প্রধান কিউরেটর ছুটি নিয়ে তার দেশ শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। এ কারণেই তার কোভিড পরীক্ষা করেন। আর সেই পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হলেন।’
দেবাশিষ জানালেন, ‘আপাতত ১৫ দিন বিশ্রামে থেকে চিকিৎসা নিতে নেবেন গামিনি। এখনই শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না। দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ হলে দেশে ফিরতে পারবেন।’
এখন করোনার কারণে বন্ধ দেশের ক্রিকেট। স্থগিত জাতীয় লিগের খেলা। অবম্য জাতীয় দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যাবে। এ সুযোগ নিজ দেশে যেতে চেয়েছিলেন গামিনি। কিন্তু করোনা এলোমেলো করে দিল সব!
Discussion about this post