ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তোপের মুখে তসলিমা নাসরিন। বাংলাদেশের এই বিতর্কিত লেখক মঈন আলিকে নিয়ে টুইট করে সালোচনার তুঙ্গে। ইংলিশ ক্রিকেটারদের পর এবার তার সমালোচনায় মুখর মঈনের বাবা মুনির আলি। তিনি জানিয়ে রাখলেন, দেখা তসলিমার মুখের ওপরই এর জবাব দেবেন তিনি।
মঈনকে ঘিরে তসলিমার ‘জঙ্গি’ মন্তব্য ঘিরে আলোড়ন নেটদুনিয়ায়। এ অবস্থায় ক্ষুব্ধ মঈন আলির পিতা মুনির আলি। মঙ্গলবার এক বিতর্কিত টুইটে তসলিমা নাসরিন লিখেন, ‘ক্রিকেটার না হলে মঈন আলি সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিতেন।’ ব্যস এরপরই মঈনের সমর্থনে এগিয়ে এসে তসলিমাকে একহাত নেন সতীর্থ জোফ্রা আর্চার, স্যাম বিলিংস। এরপর আরেকটি টুইটে তসলিমা তার বিতর্কিত টুইটকে ‘সারকাজম’ আখ্যা দেন। মানে মজার ছলে এমন মন্তব্য করেছেন তিনি।
তারপরই মঈনের বাবা মুনির আলি বলেন, ‘ছেলের বিরুদ্ধে তসলিমা নাসরিনের করা এমন জঘন্য মন্তব্যে আমি হতবাক। একইসঙ্গে ব্যথিত। তার মন্তব্যের সমর্থনে উনি যে টুইট করেছেন সেখানে তিনি লিখেছেন তাঁর ওই মন্তব্য নিছক মজা ছিল। তিনি বলেছেন তিনি মৌলবাদের বিরুদ্ধে। আমার মনে হয় আয়নার সামনে দাঁড়ালে উনি বুঝবেন কী লিখেছেন আর মৌলবাদই বা কাকে বলে। তাঁর এই মন্তব্য সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ। কোনও মানুষের আত্মসম্মান এবং অন্যের প্রতি সম্মান না থাকলে সে এত নীচে নামতে পারে।’
মঈনের বাবা আরও বলেন, ‘আমি ভীষণ ক্ষুব্ধ। তবে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে লোকজন আমাকেও ছেড়ে কথা বলবে না জানি। তবে কোনওদিন ওনার সঙ্গে দেখা হলে আমি ওনাকে মুখের উপর এর জবাব দেব। আপাতত ওনাকে বলব অভিধানে সারকাজমের অর্থ খুঁজতে।’ মইনের পিতার সংযোজন, ‘কাউকে না জেনে তাকে নিয়ে এমন মন্তব্য করা আবার পরে সেটাকে মজা বলে উড়িয়ে দেওয়া যায় না। উনি যেমনটা ভাবছেন তেমনটা নয় এটা। আমি ভাবতে পারছি না উনি আমার ছেলেকেই বেছে নিয়েছেন। ক্রিকেট বিশ্বে সকলে জানে মঈন কেমন মানুষ।’
দিন কয়েক আগে বিয়ার প্রস্তুতকারক সংস্থার লোগো সরানোর জন্য চেন্নাই সুপার কিংসের কাছে আবেদন করেন ধর্মপ্রাণ মঈন। তারপরই তসলিমার টুইট।
সমালোচনার পর নিজের টুইট মুছে তসলিমা লেখেন, ‘নিন্দুকেরা ভালো করেই জানে, মঈন আলিকে নিয়ে আমার টুইটটি ছিল ব্যঙ্গাত্মক। কিন্তু আমাকে হেনস্তা করার জন্য এটাকে ইস্যু বানানো হয়েছে। কারণ, আমি চেষ্টা করি মুসলিম সমাজকে ধর্ম নিরপেক্ষ করতে এবং আমি ইসলামি ধর্মান্ধতার বিরোধী। মানবজাতির অন্যতম দুর্ভাগ্য- নারীবাদী বামপন্থিরা ও নারীবিদ্বেষী ইসলামিস্টদের সমর্থন করে।’
এরপর আর্চার ফের টুইট করেন। তসলিমার টুইটও রি-টুইট করে তিনি লেখেন, ‘রসিকতা? কেউ আপনার রসিকতায় হাসছে না, এমনকি আপনিও হাসছেন না। আপনি কমপক্ষে এখন টুইট ডিলিট করতে পারেন।’
Discussion about this post