ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগে দেশে ফিরেও বিমান বন্দরেই থেকে গিয়েছিলেন তিনি। কারণ বিমানবন্দরের সীমানা ছাড়ালেই যে কোভিড-১৯ নিয়ে ঝামেলায় পড়তে হতো তাকে। এ কারণেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই সোজা ভারতে চলে গেলেন তিনি।
রোববার নিউজিল্যান্ড থেকে দেশে ফেরেন মুস্তাফিজুর রহমান। সকালে নামলেও বিকেলে ভারতের পথে রওনা হন মুস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে তার দল রাজস্থান রয়্যালস।
মুস্তাফিজের ভারতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে রাজস্থান। যেখানে তারা যা লিখেছে তার অনুবাদ দাঁড়ায়- ‘ফিজকে স্বাগত জানিয়ে ভালবাসা পাঠিয়ে দিন।’ বাংলাদেশের পতাকা ইমোজি হিসেবেও দেওয়া আছে পোস্টে।
আইপিএলে বেশ সফল নাম মুস্তাফিজ। এর আগে মাঠ মাতানো এই তারকা পেসার এবার খেলবেন রাজস্থানে। চেন্নাইয়ে হয়ে যাওয়া নিলামে ভিত্তিমূল্য ১ কোটি রুপি দিয়ে তাকে দলে নিয়েছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল। আইপিএল মিশনে ভারতে পা রেখে ফেসবুকে মুস্তাফিজ লিখলেন, ‘নিরাপদভাবেই আইপিএল মিশনে রাজস্থানের হয়ে খেলতে ভারতে পা রাখলাম। আমার জন্য আপনাদের দোয়া অব্যাহত রাখুন।
এর আগে আইপিএলে মুম্বাই ও হায়দারবাদের পক্ষে মোট ২৪টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। নিয়েছেন ২৪টি উইকেট। সেরা বোলিং ১৬ রান দিয়ে ৫টি উইকেট।
আসছে ১২ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। এ ম্যাচে খেলা হবে না বাংলাদেশের তারকা ক্রিকেটারের। ভারত পৌঁছানোর পর এখন ৭ দিনের রুম কোয়ারেন্টাইন করতে হচ্ছে তাকে। আইপিএল শুরু ৯ এপ্রিল।
Discussion about this post