নিউজিল্যান্ড সফর বরাবরই দুঃস্বপ্নের এক নাম। এই দেশটিতে খেলতে গিয়ে কখনো জেতা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। এবারও সেই একই গল্প। একের পর এক ব্যর্থতা। ওয়ানডে ও টি-টুয়েন্টি দুটো সিরিজেই হোয়াইটওয়াশ। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেই দল ফিরেছে দেশে। রোববার বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমদের বহনকারী বিমান।
অবশ্য দলের সঙ্গে ফেরেন নি বাংলাদেশে ফিরেননি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। সিরিজ শেষে তারা ছুটি নিয়েছেন। তাদের ছাড়াই ফিরল দল। ডমিঙ্গো নিউজিল্যান্ডেই ছুটি কাটাবেন। ফিল্ডিং কোচ রায়ান কুক পরিবারের কাছে দক্ষিণ আফ্রিকায় ফিরেছেন। এ দু’জন ছাড়া কোচিং ও সাপোর্ট স্টাফের বাকি সদস্যরা দলের সঙ্গে ঢাকা ফিরেছেন।
সফরে থাকা মোট ২০ ক্রিকেটারের মাঝে তামিম ইকবাল ও হাসান মাহমুদ আগেই ফিরে আসায় রোববার ফিরেছেন বাকি ১৮ জন।সবাই নিজ বাসায় ফিরে গেলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই থেকে যান মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে রোববারই ভারতের কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন এ বাঁহাতি পেসার।
এদিকে দেশে ফিরে সিনিয়র কেউ মুখোমুখি হননি গণমাধ্যমের। তরুন ফিরে নাসুম আহমেদ মুখোমুখি বলেন, ‘সত্য কথা বললে আমাদের দ্বারা হয়নি। আমরা যে খারাপ খেলছি! আমাদের দ্বারা হয় নাই, এই আর কি। এর চেয়ে বেশি কিছু না। চেষ্টা করছি নিজের মতো। যেহেতু পেশাদার ক্রিকেটার, সব জায়গায় সবকিছুর সাথে মানিয়ে নিতে হবে। তো আমিও চেষ্টা করেছি।’
অলরাউন্ডার নাসুম আরও জানাচ্ছিলেন, ‘আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে আমরা ম্যাচ জিতব। কিন্তু হয়নি। তাই এজন্য এ কথা। তারপরও আমরা চেষ্টা করছি। আমাদের দ্বারা হয় নাই। আমি তো প্রথমেই বললাম, আমরা পারতাম, আমাদের দ্বারা হয় নাই।’
উইকেটের কথাও বললেন নাসুম, ‘আমার মনে হয় আমরা উইকেটের দিক দিয়ে একটু পিছিয়ে আছি। কারণ আমাদের দেশের উইকেট আর ওখানের উইকেট পুরোপুরি আলাদা। এদিক দিয়ে একটু পিছিয়ে আছি। ওখানে পেসবান্ধব উইকেট ছিল। তারপরও চেষ্টা করছি স্পিনাররা ভালো কিছু করার। আমরা ভালোও করছি। দেড়-দুই মাস থাকলে আমাদেরও ফিল্ডিংয়ে উন্নতি হতো। কারণ এক নম্বর ওখানের আকাশ অনেক পরিষ্কার। আর দুই নম্বর ওখানের ওয়েদার আমাদের ওয়েদারের মতো না। পুরোপুরি আলাদা। আমাদের একটু সময় লাগতো। হয়তো আমরা যদি ১৫ দিন বা আরেকটু ক্যাম্প করতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো।’
Discussion about this post