গোটা বাংলাদেশ যখন উৎসবে ভাসছে তখন ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুঃসংবাদ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে হতাশ করা পারফরম্যান্স তামিম ইকবালদের। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও হার বাংলাদেশের। এবার ১৬৪ রানের বিশাল ব্যবথানে পরাজয়!
টানা তিন ম্যাচ হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ দল। ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের প্রথম সেঞ্চুরিতে ৩১৯ রানের বড় লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৪ রানে অলআউট বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে কিউইদের এরচেয়ে বড় জয় আছে মাত্র একটি। ২০০২ সালে কলম্বোয় ২৪৫ রানের লক্ষ্য দিয়ে জয় পায় ১৬৭ রানে।
শুক্রবার ৩১৮ রান সামনে নিয়ে খেলতে নেমে ৪২.৪ ওভার খেলতে পারল টাইগাররা। দল অলআউট ১৫৪ রানে। অথচ এখানেই দাপটে ব্যাট করেছে প্রতিপক্ষ দল। উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য খুব ভালো। প্রতিপক্ষের বোলিংও ছিল না তেমন আহামরি। কিন্তু প্রায় সবাই উইকেটে আসা যাওয়াতেই ছিলেন ব্যস্ত। যেন দ্রুত ফিরতে হবে সাজঘরে।
বাংলাদেশের বিপক্ষে কিউইদের এরচেয়ে বড় জয় আছে মাত্র একটি। ২০০২ সালে কলম্বোয় ২৪৫ রানের লক্ষ্য দিয়ে জয় পায় ১৬৭ রানে।
শুক্রবার ৩১৮ রান সামনে নিয়ে খেলতে নেমে ৪২.৪ ওভার খেলতে পারল টাইগাররা। দল অলআউট ১৫৪ রানে। অথচ এখানেই দাপটে ব্যাট করেছে প্রতিপক্ষ দল। উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য খুব ভালো। প্রতিপক্ষের বোলিংও ছিল না তেমন আহামরি। কিন্তু প্রায় সবাই উইকেটে আসা যাওয়াতেই ছিলেন ব্যস্ত। যেন দ্রুত ফিরতে হবে সাজঘরে।
এমন সর্বনাশা ব্যাটিংয়ে দুই অঙ্কে যেতে পারলেন তিনজন- লিটন দাস ও মুশফিকুর রহিম করেন- ২১ রান করে। তবে লড়লেন শুধু একা মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৩ বলে চার ছক্কা ও ছয় চারে ৭৬ রানে অপরাজিত এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাট হেনরি ২৭ রানে নেন ৪ উইকেট। অলরাউন্ডার জিমি নিশাম ৫ উইকেট নেন ২৭ রানে।
এর আগে শতরান তুলেন কনওয়ে ও ড্যারিল মিশেল। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কনওয়ে। সিরিজসেরাও তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩১৮/৬ (গাপটিল ২৬, নিকোলস ১৮, কনওয়ে ১২৬, টেইলর ৭, ল্যাথাম ১৮, মিচেল ১০০*, নিশাম ৪, স্যান্টনার ৩*; মুস্তাফিজ ১০-০-৮৭-১, তাসকিন ১০-১-৫২-১, রুবেল ১০-১-৭০-৩, মেহেদি ৭-০-৪৬-০, মিরাজ ৫-০-২৩-০, সৌম্য ৮-০-৩৭-১)
বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৫৪ (তামিম ১, লিটন ২১, সৌম্য ১, মিঠুন ৬, মুশফিক ২১, মাহমুদউল্লাহ ৭৬*, মিরাজ ০, মেহেদি ৩, তাসকিন ৯, রুবেল ৪, মুস্তাফিজ ০; হেনরি ১০-২-২৭-৪, বোল্ট ১০-১-৩৭-০, জেমিসন ৮-০-৩০-১, নিশাম ৭.৪-১-২৭-৫, মিচেল ৪-০-২৫-০, স্যান্টনার ৩-০-৭-০)
ফল: নিউজিল্যান্ড ১৬৪ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ৩-০তে জয়ী নিউজিল্যান্ড
ম্যাচসেরা: ডেভন কনওয়ে
সিরিজসেরা: ডেভন কনওয়ে
Discussion about this post