ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ডানেডিনে মাত্র ১৩১ রানে অলআউট হয়েছিল দল। দুঃস্বপ্নের সেই প্রহর শেষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ব্যাট হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপটই দেখালেন তামিম ইকবাল-মোহাম্মদ মিঠুনরা। তার পথ ধরে বাংলাদেশের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করে জিততে হলে কিউইদের রেকর্ড গড়তে হবে। এই মাঠে ২৬১ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই স্বাগতিকদের।
বাংলাদেশকেও এ পরিসংখ্যান আশাবাদী করে তুলতেই পারে। আর সেটা হয়েই গেলে যদি নিউজিল্যান্ডে স্বাগতিকদের প্রথমবার হারাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সেই ২০১৪ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে কেনিয়ার দেওয়া ২৬১ রান তাড়া করে জয় পায় স্কটল্যান্ড। দ্বিতীয় ইনিংসে এ মাঠে সর্বোচ্চ সংগ্রহ ২৮৩ রান। নিউজিল্যান্ডের দেওয়া ২৯০ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০১৭ সালে ২৮৩ রান তুলে।
বাংলাদেশ এ মাঠে ২০১৬ সালে দ্বিতীয় ইনিংসে করে ২৬৪ রান। টম ল্যাথামের ১৩৭ রানে কিউইরা তুলে ৩৪১ রান।
মঙ্গলবার ১০৮ বলে ১১ চারে ৭৮ করে ফিরেন তামিম ইকবাল। ব্যাট হাতে দাপট দেখিয়ে মিঠুনের ব্যাটে অর্ধশতক। পাঁচে নেমে মিঠুন অপরাজিত ৬ চার ও ২ ছক্কায় ৫৭ বলে ৭৩ রানে। মুশফিক ৩৪। সৌম্য সরকার ৩২ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ : ৫০ ওভারে ২৭১/৬ (তামিম ৭৮, লিটন ০, সৌম্য ৩২, মুশফিক ৩৪, মিঠুন ৭৩*, মাহমুদউল্লাহ ১৬, মেহেদি ৭, সাইফ ৭*; বোল্ট ১০-০-৪৯-১, হেনরি ১০-৩-৪৮-১, জেমিসন ১০-২-৩৬-১, নিশাম ৯-০-৭৩-০, স্যান্টনার ১০-০-৫১-২, মিচেল ১-০-৮-০)।
Discussion about this post