ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য অর্থাভাবের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন শাহাদাত হোসেন রাজীব। এরইমধ্যে ব্যাপারটি নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে রোববার সংস্থাটির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ফিটনেস টেস্টে পাস করলেই মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন শাহাদাত।
এরআগে গত জাতীয় লিগে সতীর্থ খেলোয়াড়ের গায়ে হাত তোলার কারণে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন শাহাদাত। তবে পরে এই শাস্তি থেকে দুই বছর স্থগিত করেছিল বিসিবি। এবার মানবিক কারণে বাকি থাকা তিন বছরের শাস্তির ১৬ মাসের মধ্যেই মুক্ত হয়ে যাচ্ছেন তারকা এ পেসার। তার আগে তাকে পাস করতে হবে ফিটনেস পরীক্ষায়।
শাহাদাতের শাস্তি মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরতে কার্যত আর কোনো বাধা নেই তার। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেও আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে খেলায় ফিরতে পারবেন তিনি। এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘ও অনেকটাই ভালো পর্যায়ে আছে। আমরাও চাচ্ছি ও ঘরোয়া ক্রিকেটে ফিরে আসুক। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত হতে পারে (নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা)। জাতীয় লিগে খেলতে হলে ওকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে।’
একসময়ের তারকা পেসার শাহাদাত বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের পর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। দিনক্ষণের হিসাবে প্রায় ছয় বছর। জাতীয় দল থেকে বাদ পড়ায় ভরসা ছিল ঘরোয়া ক্রিকেট। নিষেধাজ্ঞায় পড়ে এখন সেটাও বন্ধ। ঠিক আর্থিক কষ্টে না ভুগলেও সময়টা খারাপ ডান হাতি পেসার শাহাদাত হোসেন রাজীবের। এর মধ্যে আবার মমতাময়ী মা অসুস্থ, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। মায়ের চিকিৎসার জন্য নিজের ব্যবহৃত গাড়ি বিক্রি করে দিয়েছেন। তবু খেলার বাইরে থাকায় অর্থের সংকুলান করতে পারছেন না সেভাবে। তাই বোর্ডের কাছে নিষেধাজ্ঞা থেকে মুক্তির আবেদনও করেছেন। তাতে অবশ্য সাড়া দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে এ মাসেই জাতীয় লিগ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরবেন শাহাদাত।
Discussion about this post