ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফরে এখনো পুরোদমে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ দল। আপাতত ২ ঘন্টা করে মিলছে অনুশীলনের সুযোগ। তাতে অবশ্য আক্ষেপ নেই দলের ক্রিকেটারদের। কোয়ারেন্টাইনের ফাঁকে অনুশীলনের সুযোগটুকু দল কাজে লাগিয়ে বরং খুশি মাহমুদউল্লাহ রিয়াদ।
সফরে গিয়ে প্রথম সপ্তাহ হোটেলবন্দি সময় কেটেছে। এখন প্রতিদিন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারছে টাইগাররা। প্রতি গ্রুপের জন্য বরাদ্দ ২ ঘণ্টা। বিসিবির পাঠানো ভিডিওবার্তায় সোমবার মাহমুদউল্লাহ জানালেন, প্রস্তুতি বেশ চলছে। বলেন, ‘গুরুত্বপূর্ণ, আমরা অনুশীলন করতে পারছি। সুযোগ-সুবিধা ভালো। উইকেটগুলোও খুব ভালো। খুব ভালো অনুশীলন হচ্ছে। যে দুই ঘণ্টা সময় পাচ্ছি, আমরা নিশ্চিত করছি যেন যথাযথ অনুশীলন করতে পারি। স্কিল অনুশীলন, রানিং বা ফিটনেস, ওই সময়টাতেই করছি। উপভোগ করছি।’
নিউজিল্যান্ডের মাঠে তিন সংস্করণ মিলিয়ে আগের ২৬ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। এবার লড়াইয়ের আগে মাহমুদউল্লাহ বলেন, ‘সবাই জানি যে, নিউ জিল্যান্ডের কন্ডিশন সবসময়ই চ্যালেঞ্জিং এবং আমাদের জন্য কোনোকিছুই সহজ হবে না। দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করতে হবে আমাদের।’
নিউজিল্যান্ড এখন দারুণ খেলছে। টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে কিউইরা। এই খবরে ভয় পাচ্ছেন না মাহমুদউল্লাহ। বলছিলেন, ‘তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এই কথা মাথায় না রেখে যদি নিজেদের শক্তি আর দুর্বলতার জায়গাগুলোতে মনোযোগ দিতে পারি, তাহলে আমাদের খেলার জন্য ভালো হবে। আমি মনে করি, আগ্রাসী ক্রিকেট খেলার মনমানসিকতা থাকলে আমরা ভালো করব।’
নিউজিল্যান্ডে বেশ সফল রিয়াদ। টেস্টে এখানে দুটি সেঞ্চুরি আছে। একটি রয়েছে ওয়ানডেতে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভাল কিছু করতে চান। তার আগে পুরো দল নিয়ে অনুশীলনের দিন গুনছেন তিনি। কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে মুক্তি মিলবে কোয়ারেন্টাইন থেকে।
২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামবে বাংলাদেশ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টুয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।
Discussion about this post