ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা মহামারির পর বাংলাদেশ গেমস দিয়েই মাঠের ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। বেশ জমেছে লড়াই। যেখানে অভিজ্ঞদের সঙ্গে উঠতি ক্রিকেটাররাও মেলে ধরছেন নিজেদের। এই যেমন প্রথম ম্যাচে ফারিহা তৃষ্ণার পর এবার স্পিনে মুগ্ধতা ছড়ালেন মুমতা হেনা হাসনাত। তার স্পিনে কুপোকাত প্রতিপক্ষ। টানা দুই জয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ নীল দল।
বুধবার লড়বে বাংলাদেশ লাল ও সবুজ দল। এই ম্যাচের জয়ী দল শুক্রবার ফাইনালে লড়বে নীল দলের সঙ্গে।
দ্বিতীয় ম্যাচে সালমা খাতুনের নীল দল জিতেছে ৯ উইকেটে। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সবুজ ৩৯.৫ ওভারে খেলে তুলে মাত্র ৮৩ রান। জবাবে নেমে নীল দল লক্ষ্য টপকে যায় ২২.৩ ওভারে।
ম্যাচে স্পিন যাদুতে নীল দলের মুমতা হেনার শিকার ১০ ওভারে ২২ রানে তুলে নেন ৪ উইকেট। দুই তারকা জাহানারা আলম ও সালমা খাতুন নেন ২টি করে উইকেট।
ছোট চ্যালেঞ্জে নেমে মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা উদ্বোধনী জুটিই পথ দেখায় নীল দলকে। ৫৮ রানের জুটি গড়েন তারা। ২৪ রান করে মুর্শিদা ফেরেন। এরপর শামিমা ও ফারজানা দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৪৭ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন শামিম। ৩৩ বলে ২১ ফারজানা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ সবুজ: ৩৯.৫ ওভারে ৮৩/১০ (শারমিন ১৯, সুমাইয়া ০, সানজিদা ১৪, রুমানা ১২, নুজহাত ৪, দোলা ৩, রিতু ৮, দিশা ১২, পান্না ০, খাদিজা ১*, মেঘলা ৫; জাহানারা ৬.৫-০-২৬-২, তৃষ্ণা ৭-৪-৮-১, সালমা ৮-৫-৮-২, রাবেয়া ৮-১-১৭-০, মুমতা হেনা ১০-১-২২-৪)।
বাংলাদেশ নীল: ২২.৩ ওভারে ৮৫/১ ( মুর্শিদা ২৪,*, শামিমা ৩০*, ফারজানা ২১*; পান্না ২-০-৬-০, খাদিজা ৮-৩-১৫-০, রিতু ১-০-৫-০, মেঘলা ৫.৩-০-১৫-১, দিশা ৩-০-২২-০, রুমানা ৩-০-২১-০)।
ফল: বাংলাদেশ নীল ৯ জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: মুমতা হেনা হাসনাত।
Discussion about this post