ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজল্যান্ড সফর মানেই ফিরে আসবে ক্রাইস্টচার্চ দুঃস্বপ্ন। ২০১৯ সালের সেই ঘটনা ভুলতে পারেবন না মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। মসজিদে উন্মাদ এক অস্ত্রধারীর হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় অর্ধশত মানুষ। ভাগ্য ভাল বলেই রক্ষা পায় বাংলাদেশের ক্রিকেটাররা। সেই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিল দল।
ফের দেশটিতে সফর করতে গিয়ে আবারও দল আছে ক্রাইস্টচার্চে। করোনা আর আগের হুমকি সব মিলিয়ে সব মিলিয়ে ঘরের বাইরে বেরোনোই মুশকিল নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের। তবে তার মধ্যেই উইকেটকিপার মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছেন সেই মসজিদের সামনে থেকে।
এমনিতে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন শেষ হয়নি। সাত দিন শেষ হওয়ায় আগের মতো ২৩ ঘণ্টাই রুমে বসে কাটাতে হয়না তাদের। বাইরে খোলা বাতাসে থাকার সময়টা এখন এক ঘণ্টা থেকে বেড়ে এখন পাঁচ ঘণ্টা। এ অবস্থায় কোয়ারেন্টাইন বিধিতে মসজিদে গিয়ে নামাজের সুযোগটা নেই টাইগারদের।
তার মধ্যে মুশফিক শুক্রবার সকালে ব্যক্তিগত ফেসবুক পাতায় একটি ছবি দিয়েছেন। আর সেই যেখানে তিনি ছিলেন সেই মসজিদের সামনে। এরপরই ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। প্রশ্ন উঠে মুশফিকরা কি সেই মসজিদেই নামাজ পড়তে গিয়েছেন?
বলা হচ্ছিল নামাজেই গিয়েছেন ক্রিকেটাররা। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিল টিম ম্যানেজম্যান্ট। জানায় দল কোরেন্টাইনে। অনুশীলন আর জিম ছাড়া ১৪ দিনের আগে এখান থেকে বের হওয়ার সুযোগ নেই।
ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বাংলাদেশ দল ১৫ মার্চ আগেই ড্যানেডিন চলে যাবে। ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামবে বাংলাদেশ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টুয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।
Discussion about this post