ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগে থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জৈব সুরক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগ ছিল। যে কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালিন বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত। তাই আচমকা থমকে গেল এ টুর্নামেন্টের পথ চলা। ব্যাপারটি বৃহস্পতিবার নিশ্চিত করেছে পিসিবি।
এখন পর্যন্ত পাকিস্তান সুপার লিগে অংশ নেয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলে করোনায় আক্রান্তের সংখ্যা সাত। তাই এ টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি।
সম্প্রতি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের টম বেন্টন, ইসলামাবাদ ইউনাইটেডের ফাওয়াদ আহমেদ ও লুইস গ্রেগরির করোনায় আক্রান্ত হয়। কিছুদিন আগেই জৈব সুরক্ষা ব্যবস্থা ভেঙেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হেড কোচ, সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ড্যারেন স্যামি আর ওয়াহাব রিয়াজ। হোটেলের জৈব সুরক্ষার বাইরে গিয়ে তারা দুজন দেখা করেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী জাভেদ আফ্রিদির সঙ্গে। কিন্তু এ জন্য তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
পিএসএল স্থগিতের ব্যাপারে বৃহস্পতিবার পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে কথা বলে উদ্ভূত স্বাস্থ্য পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের বাকি খেলাগুলো স্থগিত ঘোষণা করছে। বোর্ড এখন খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও প্রয়োজনীয় টিকাকরণের দিকে মনোযোগ দেবে।’
Discussion about this post