ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বৃহস্পতিবার থেকে শুরু হবে ইংল্যান্ড ও ভারতের মধ্যেকার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। কিন্তু তার আগেই ব্যক্তিগত কারণে বিসিসিআইয়ের কাছ থেকে ছুটি নিয়েছেন জাসপ্রিত বুমরা। কিন্তু বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি সারতেই ছুটিতে গেছেন বুমরা।
বিসিসিআইয়ের ঐ সূত্র জানিয়েছেন, ‘বিসিসিআইকে তিনি (বুমরা) বিয়ে করার কথা জানিয়েছেন। এর প্রস্তুতি হিসেবে ছুটি নিয়েছেন।’
চলতি সিরিজে দুটি টেস্ট খেলেছেন বুমরা। চেন্নাইয়ে প্রথম টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। পরের টেস্টে ছিলেন উইকেট শুন্য। তারপরও সিরিজের শেষ টেস্টে একাদশে থাকার সম্ভাবনা ছিল তার। কিন্তু তার আগেই বোর্ড থেকে ছুটি চেয়ে নেন এ পেসার।
শুধু শেষ টেস্টে নয়, আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না বুমরা। বিসিসিআই এরইমধ্যে জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছে বুমরাকে।
জীবনের দ্বিতীয় ইনিংসে কার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন বুমরা? এ ব্যাপারটি এখনও নিশ্চিত করতে পারেনি ভারভীয় সংবাদমাধ্যম। তবে গত বছর গুঞ্জন উঠেছিল, দক্ষিণের এক অভিনেত্রীর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে বুমরার। তিনি অনুপমা পরমেশ্বরম।
বছর চারেক আগে দক্ষিণের অভিনেত্রী পরমেশ্বরমের সঙ্গে নাম জড়িয়েছিল বুমরার। সে সময় তার সঙ্গে ভারতীয় পেসারের বেশ কিছু সময় কাটাতে দেখা যায়। কিন্তু দু’জনের কেউ এ নিয়ে কখনও কিছু বলেন নি। অনুপমা জানিয়েছিলেন, তারা দুজন ভাল বন্ধু। মাঠে বা কোনও পার্টিতে তাঁদের একসঙ্গে অবশ্য দেখা যায় নি। কিন্তু বিভিন্ন সময়ে অন্যত্র দু’জনকে দেখা যেতে এ নিয়ে প্রশ্ন ওঠে। অনুপমার পর তেলেগু অভিনেত্রী রাশি খান্নার সঙ্গেও বুমরার নাম জড়িয়ে যায়।
Discussion about this post