আদৌও এ বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কি না সন্দেহ রয়েছে যথেষ্ট। তবে বাংলাদেশ দলের ক্রিকেটীয় সূচি ঠিক হয়ে আছে এখনই। এশিয়ার শ্রেষ্ঠত্ব নিরূপণের টুর্নামেন্টটির জন্য নির্ধারিত সময়ের পর বাংলাদেশ দল যাবে জিম্বাবুয়ে সফরে।
বেশ লম্বা সময় পর টাইগাররা যাবে জিম্বাবুয়ে সফরে, খেলবে তিনটি ফরম্যাটই। এর মধ্যে টেস্ট থাকছে দুটি এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি করে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘এফটিপিতে এশিয়া কাপের জন্য জায়গা রাখা আছে। তার পরপরই জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। এখন পর্যন্ত এভাবেই আছে। এফটিপি মেনেই অন্যান্য বোর্ডের সাথে যোগাযোগ হচ্ছে।’
এ বছরের জুনের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু ভারতের কতৃত্বের কারণে এ টুর্নামেন্ট শেষ পর্যন্ত আলোর মুখ নাও দেখতে পারে। যদি এমনটা নাও হয়, তারপরও জুনেই বাংলাদেশ দল যাবে জিম্বাবুয়ে সফরে। কোয়ারেন্টিনের ধাপ পেরিয়ে সিরিজ শেষ করতে লেগে যাবে দেড় মাসের মত।
বাংলাদেশ দল বর্তমানে আছে নিউজিল্যান্ড সফরে। নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টাইগারদের পরবর্তী মিশন শ্রীলঙ্কায়।
Discussion about this post