ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন উমর আকমল। তাই ক্রিকেটে ফিরতে এখন আর কোনো বাধা থাকছে না তার। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা যথাযথ কর্তৃপক্ষকে না জানানোয় আকমলকে তিন বছর নিষিদ্ধ করেছিল পিসিবি। ব্যাপারটি অবশ্য মেনে নিতে পারেননি আকমল। তাই এ ব্যাটসম্যান দ্বিতীয় ধাপে আপিল করেছিলেন। সে সুবাদে নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত কমিয়ে আনা হয়েছে মাত্র ১ বছরে। গেল বছরের ফেব্রুয়ারি থেকে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তা এরইমধ্যে শেষও হয়ে গেছে। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও ৪.২৫ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা দিতে হচ্ছে তাকে।
শুক্রবার এক বিবৃতিতে পিসিবি জানায়, পিসিবি ও উমর আকমলের দায়ের করা আপিলের বিষয়ে স্বতন্ত্র বিচারকের অধীনে সিএসএস সিদ্ধান্ত প্রকাশ করেছে। উভয়ের আপিলের ভিত্তিতে পিসিবির দুর্নীতি দমন আইনের ২.৪.৪ অনুচ্ছেদ লঙ্ঘনেরদায়ে উমর আকমলকে ১২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। সেই সঙ্গে তাকে ৪.২৫ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।
এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে এবং ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ১ হাজার ৩, ৩ হাজার ১৯৪ এবং ১ হাজার ৬৯০ রান করেছেন উমর আকমল। এবার এ পরিসংখ্যানকে আরও সমৃদ্ধ করতে যত দ্রুত সম্ভব মাঠের লড়াইয়ে ফিরতে চান তিনি
Discussion about this post