ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আলোচনার কেন্দ্রে ছিল নরেন্দ্র মোদির নামে স্টেডিয়াম। কিন্তু সেই মাঠই কীনা হলো ব্যাটসম্যানদের বধ্যভূমি। বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতার মাঠে থাকল বোলারদের রাজত্ব। টেস্ট শেষ মাত্র দুইদিনেই।
শুরুতে অনিয়মিত স্পিনার জো রুটের চমক। এরপর অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনকে খেলতে গিয়ে দিশেহারা ইংলিশ ব্যাটসম্যানরা। তার পথ ধরেই দুই দিনেই ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট জিতল ভারত। গোলাপি বলে দিবা-রাত্রির টেস্টে ১০ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল।
জিততে লক্ষ্য ছিল ৪৯ রান। রোহিত শর্মা ও শুবমান গিল ৭.৪ ওভারেই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। রোহিত ২৫ বলে ২৫। ১৫ রান গিলের।
স্পিন সহায়ক উইকেটে বৃহস্পতিবার রাজত্ব ছিল স্পিনারদের। এদিন পতন হলো ১৭ উইকেট।
ভারতের প্রথম ইনিংস শেষ ১৪৫ রানে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ ওভার ২ বলে ৮ রান নিয়ে ৫ উইকেট নেন জো রুট। টেস্ট ইতিহাসে ইনিংস স্পিনার হিসেবে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এটিই। লিচ ৪ উইকেট শিকার করেন ৫৪ রানে।
৩৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড এরপর অলআউট ৮১ রানে। ভারতের বিপক্ষে এবারই প্রথম টেস্টে একশ রানের নিচে অলআউট হলো ইংলিশরা। ইংল্যান্ড শেষ ৭ উইকেট হারায় মাত্র ৩১ রানে। স্পিনার অক্ষয় নেন ৫ উইকেট। আর অশ্বিন চারশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
দুই দিনেই তৃতীয় টেস্ট জিতে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ১১২/১০
ভারত ১ম ইনিংস: ৫৩.২ ওভারে ১৪৫/১০ (রোহিত ৬৬, রাহানে ৭, পান্ত ১, অশ্বিন ১৭, সুন্দর ০, আকসার ০, ইশান্ত ১০*, বুমরাহ ১; অ্যান্ডারসন ১৩-৮-২০-০, ব্রড ৬-১-১৬-০, আর্চার ৫-২-২৪-১, লিচ ২০-১-৫৪-৪, স্টোকস ৩-০-১৯-০, রুট ৬.২-৩-৮-৫)।
ইংল্যান্ড ২য় ইনিংস: ৩০.৪ ওভারে ৮১/১০ (ক্রলি ০, সিবলি ৭, বেয়ারস্টো ০, রুট ১৯, স্টোকস ২৫, পোপ ১২, ফোকস ৮, আর্চার ০, লিচ ৯, ব্রড ১*, অ্যান্ডারসন ০; আকসার ১৫-০-৩২-৫, অশ্বিন ১৫-৩-৪৮-৪, সুন্দর ০.৪-০-১-১)।
ভারত ২য় ইনিংস: ৭.৪ ওভারে ৪৯/০ (রোহিত ২৫*, গিল ১৫*; লিচ ৪-১-১৫-০, রুট ৩.৪-০-২৫-০)।
ফল: ভারত ১০ উইকেটে জয়ী
সিরিজ: ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত
ম্যাচসেরা: আকসার প্যাটেল
Discussion about this post