ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে কোনো জয় নেই বাংলাদেশের। তবে এবার এ ধারার পরিবর্তন করতে চায় টাইগাররা। তাইতো মঙ্গলবার দেশ ছাড়ার আগে তামিম ইকবাল-সৌম্য সরকাররা বলে গেলেন, এবার কিউই সফর থেকে খালি হাতে ফিরবেন না।
দেশ ছাড়ার আগে তামিম বলেন, ‘দেখুন, আমরা সবাই জানি যে নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু কিছুই অসম্ভব না। আমরা চেষ্টা করব যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনোদিন অর্জন করিনি, এবার যেন সেটা অর্জন করতে পারি। আমরা আশাবাদী।’
এদিকে সৌম্য সরকার বলেন, ‘অবশ্যই ভালো কিছু হবে। সবাই যেভাবে মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতি নিয়েছে, আশা করি সবাই ভালোই করবে।’
নিউজিল্যান্ডে ভালো করা অবশ্য বিশ্বের যেকোনো দলের জন্যই কঠিন, যখন খেলা স্বাগতিক দলের বিপক্ষে। অবশ্য ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী সৌম্য,‘অবশ্যই, এবার যেন আমরা সেটা ভাঙ্গতে পারি, জিতে ফিরতে পারি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে সবাই ভালো করেছে। সেখানেও আমাদের ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো করবে।’
নিউজিল্যান্ডে নিজের শতভাগ উজাড় করে দিতে চান সাইফউদ্দিন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘ইন শাহ আল্লাহ্, যদিও আমরা দুই সপ্তাহ সময় পাব প্রস্তুতির জন্য। কোচিং স্টাফদের সহায়তা নিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো।’
তিনি আরও যোগ করেন, ‘আলহামদুলিল্লাহ। শেষ যে কয়েকদিন যেখানে ছিলাম নিউজিল্যান্ডের কন্ডিশন মাথায় রেখে অনুশীলন করেছি, বিশেষ করে পেস বান্ধব উইকেট নিয়ে। এই কয়েকদিন ফেনিতে ছিলাম, সেখানেও অনুশীলন করেছি। সবমিলিয়ে আমার প্রস্তুতি ভালো’
Discussion about this post