ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ডের কন্ডিশনে যেকোন দলের ভালো করা সব সময় চ্যালেঞ্জিং। ব্যাপারটি ভালো করেই জানেন মোহাম্মদ সাইফউদ্দিন। এজন্য নিজেকে ঠিক সেভাবেই তৈরি করেছেন তিনি। তার এখন একটাই চিন্তা বিরুদ্ধ কন্ডিশনে নিজের সেরা দেয়া। এজন্য এ পেস বোলিং অলরাউন্ডার মুখিয়ে রয়েছেন।
উপমহাদেশের বেশিরভাগ উইকেটই স্পিন বান্ধব হয়ে থাকে। তবে কিউইদের মাটিতে বরাবরই প্রাধান্য পায় পেসাররা। উইকেটে পেসারদের জন্য সুবিধা থাকায় ভালো করার সুযোগ থাকে। তবে মোহাম্মদ সাইফউদ্দিন মনে করছেন, ভালো বোলিং করলে যেকোনো উইকেটেই ভালো করা সম্ভব, ‘অবশ্যই, আপনি যদি ভালো করেন যেকোন কন্ডিশনে, যে কোন উইকেটে ভালো করা সম্ভব। আপনি লাইন এবং লেন্থে করতে না পারেন তাহলে খারাপ হবে স্বাভাবিক। যেটা হবে আমার বেসিকটা দেওয়ার চেষ্টা করবো।’
বোলিংয়ে ভালো করলেও এখনও ব্যাট হাতে সেভাবে আলো ছড়াতে পারেননি সাইফউদ্দিন। ব্যাটিং নিয়ে খুব বেশি মনোযোগ না দিলেও বোলিং নিয়ে বেশ সিরিয়াস তিনি, ‘হ্যাঁ, অবশ্যই, বোলিং তো আমার প্রথম স্কিল, তো ইনশা আল্লাহ, এটা নিয়ে আমি বেশি সিরিয়াস। আশা করি ভালো করবো।’
কিউইদের বিপক্ষ দলে রাখা হয়েছে তাসিকন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমানসহ ৭ পেসারকে। তবুও দলে জায়গা পাওয়া নিয়ে খুব বেশি শঙ্কিত নন সাইফ, ‘না এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যেটা ভালো মনে হবে সেটাই হবে। তবে ইনশাআল্লাহ, আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। তারপরও সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
Discussion about this post