এ মুহুর্তে ইংল্যান্ড ক্রিকেট দলের সেরা তারকাদের একজন তিনি। সফলও জোনাথন ট্রট। তার টেস্ট রেকর্ড দেখুন-৪৯ টেস্টে ৪৬.৪৫ গড়ে ৩৭৬৩ রান। সেঞ্চুরি ৯, হাফসেঞ্চুরি ১৮। এমন অভিজ্ঞ ক্রিকেটারটিই প্রত্যাশার চাপে চিড়ে চ্যাপ্টা হয়ে গেলেন। ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে মানসিক চাপের কাছে হেরে গেলেন তিনি। তাইতো এই ইংলিশ ব্যাটসম্যান অবশিষ্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে দেশে চলে যাচ্ছেন। যদিও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে ‘সাধু’ ভাষায় বলা হচ্ছে-‘বিষণ্নতা রোগের’ শিকার হয়েই দেশে ফিরে যাচ্ছেন ট্রট। ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এ খবর দিয়ে বলেছেন-‘এ পরিস্থিতি থেকে মুক্ত হতে ট্রটের সময় দরকার। তাই ও দেশে ফিরে যাচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটাতে।’ বোর্ড জানায়-‘খুব দ্রুতই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ট্রট। কারণ তিনি দলের অপরিহার্য সদস্য।’
ট্রট বলছিলেন,-‘ব্রিসবেন টেস্ট চলার সময় আমি নিজেই বুঝতে পারছিলাম মানসিকভাবে শতভাগ ফিট নই। যেভাবে আমি অতীতে টেস্ট মানদণ্ডের সঙ্গে নিজেকে মানসিকভাবে মানিয়ে নিয়েছিলাম সেটা হঠাত্ করেই উধাও হয়ে গিয়েছে। তাই সেটা ফিরিয়ে আনতেই ক্রিকেট থেকে সাময়িক সরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি নিজের স্বাভাবিক অবস্থায় দ্রুতই ফিরে আসব।’ এর আগে মার্কাস ট্রেসকোথিক ভারত সফরের মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন। ফিরে এসে ২০০৬-০৭ মৌসুমে অ্যাশেজ থেকেও চলে গিয়েছিলেন ট্রেসকোথিক। আর সেটা ব্রিসবেনে প্রথম টেস্ট শুরুর আগেই। ইংলিশ এ ওপেনার আর কখনও ইংল্যান্ডের হয়ে খেলেননি।
এবার জোনাথন ট্রটও কী সেই পথে..!
Discussion about this post