দল যখন চরম দুঃসময়ে তখন কীনা সাকিব আল হাসান আইপিএল খেলার জন্য ছুটি চেয়েছেন। এই ব্যাপাটায় খারাপ লেগেছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের। দল একের পর এক ম্যাচে হারার পর পরবর্তী সিরিজে জয়ের সিনিয়ররা সিরিয়াস হবেন। কিন্তু এর মধ্যে সাকিব ছুটি চাওয়ায় ব্যাপারটা ভাল লাগেনি পাপনের।
সোমবার মিরপুরের শেরেবাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে ছুটি দেওয়া নিয়ে কথা বলেন বিসিবি প্রধান পাপন। তিনি বলেন, ‘বিব্রত ঠিক না, মন খারাপ। আমাদের মনটা খারাপ কারণ, দেখেন একটা খেলোয়াড়ের পিছনে তো কম বিনিয়োগ নয়। বোর্ড একটা ক্রিকেটারের পিছনে যে পরিমাণ বিনিয়োগ করে এইটা আপনাদের জানা আছে কিনা জানি না, একটা খেলোয়াড়ের ইনজুরি হলো বা, কিছু হলো এসব কিছুর পিছনে ওদের পিছনে আমরা যে পরিমাণ বিনিয়োগ করি সেটা তো আগে কখনো চিন্তাই করা যেত না।’
রুদ্ধদ্বার বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আমরা টেস্ট হেরেছি আফগানিস্তানের কাছে, ভারতের বিপক্ষে, পাকিস্তানে। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাটিতে পরপর দুটো টেস্ট হারলাম। এর পরও কেউ যদি বলে খেলবে না! আমার ধারণা ছিল সবাই উঠে পড়ে লাগবে। সেই জায়গায় কেউ যদি বলে খেলবে না, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে, এরপর আর বলার কিছু থাকে না।’
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। একদিন আগেই ঢাকা ছাড়েন তিনি। এরপরই সাকিব শ্রীলঙ্কায় যাবেন না আইপিএল খেলার জন্য। এ অবস্থায় বোর্ড জানাল, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চাইলে আগে থেকে জানাতে হবে বোর্ডকে।
এ প্রসঙ্গে পাপন বলছিলেন, ‘এটা অস্বীকার করার কিছু নাই আর। এইরকম যে আগে কখনো হয়নি, এমনটা নয়। একটা বিষয় আমাদের পরিষ্কার, আমরা জোর করে কাউকে কোথাও পাঠাবো না। যে খেলতে চায় না সে খেলবে না। আমরা চাই সকলে খেলুক। জাতীয় দল রেখে অন্য কোথাও খেলতে ভালো লাগলে সেখানে খেলবে। আমাদের এই বার্তাটা সবার জন্য। এটা শুধু সাকিব আল হাসান এর জন্য না।
Discussion about this post