ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে টাইগাররা একই ভেন্যু খেলবে দুই ম্যাচ সিরিজের টেস্ট। বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্টের মধ্যে দুটি টেস্ট আয়োজনের জন্য রাজি হয়েছে শ্রীলঙ্কা। যদিও কোন ভেন্যুতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে তা খোলাসা করেননি পারেননি সুজন, ‘আমাদের সাথে এসএলসির যোগাযোগ হচ্ছে। এখন পর্যন্ত দুইটা টেস্ট চূড়ান্ত। দুই ম্যাচ এক ভেন্যুতেই হবে। আশা করছি এপ্রিলের ১২ থেকে ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ দল সফরে যাবে। ভেন্যু স্বাগতিক বোর্ড ঘোষণা করবে। তাই ঘোষণা ওদের থেকে আসলেই ভালো হবে।’
আগের মতোই কোয়ারেন্টাইন নীতিতে ছাড় দিচ্ছে না শ্রীলঙ্কা। তাই ব্যাপারটি মেনেই দেশটিতে এপ্রিলে সফর করবে টিম টাইগার্স। শনিবার এ ব্যাপারে সুজন বলেন, ‘শ্রীলঙ্কার করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইতোমধ্যে ইংল্যান্ড সফর করেছে। তাদের যে ধরনের নিয়ম বা গাইডলাইন দেওয়া হয়েছিল আমাদেরও এভাবেই দেওয়া হবে। ‘
করোনার কারণে অনেকগুলো ম্যাচ ও সিরিজ দেখছে না আলোর মুখ। সদস্য বোর্ডগুলো ইতোমধ্যে পরবর্তী এফটিপি সাজানোর কাজ হাতে নিয়েছে। সুজন জানান, ‘২০২৩ পর্যন্ত তো সূচি করাই আছে। এরপর দ্বিতীয় সার্কেল শুরু হবে। সদস্য দেশগুলো মিলে আমরা চেষ্টা করছি ২০২৩ এর পর পরবর্তী ৪ বা ৮ বছরের সূচি করার।’
Discussion about this post