ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসি নতুন করে বুধবার টেস্ট র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। এরপরই জানা গেল সেখানে উন্নতি করেছেন মেহেদি হাসান মিরাজ, লিটন দাস ও তাইজুল ইসলাম।
ঘরের মাঠে সদ্যই শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ব্যাটিং এবং বোলিংয়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেনমিরাজ। এই সিরিজে ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেয়েছেন এই অলরাউন্ডার। এক সেঞ্চুরি সহ চার ইনিংসে ব্যাট হাতে ৪৯.৫০ গড়ে ১৯৮ রান করেছেন মিরাজ। শুধু তাই নয় বল হাতেও দারুণ সফল ছিলেন তিনি।
দুই টেস্টে নিয়েছেন দশটি উইকেট। ফলে সম্প্রতি প্রকাশ হওয়া আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এই অলরাউন্ডার। প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে ‘১১’ তে উঠেছেন তিনি। ২১২ রেটিং নিয়ে ১১তম স্থানে রয়েছেন মিরাজ। এদিকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চারে রয়েছেন সাকিব আল হাসান।
আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন কুমার দাস এবং তাইজুল ইসলাম। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫০৭ রেটিং নিয়ে ৬৫ থেকে ৫৪ তে উঠে এসেছেন লিটন। র্যাঙ্কিংয়ে পদন্নোতি হয়েছে বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকের। ২২ থেকে ২৩-এ নেমে এসেছেন এই ব্যাটসম্যান। এছাড়াও ৫৬৬ রেটিং নিয়ে ৩৬তম স্থানে রয়েছেন মুমিনুল হক। ৫৭৯ রেটিং নিয়ে ৩২তম স্থানে রয়েছেন তামিম এবং মাত্র এক রেটিং কম নিয়ে তামিমের পরেই রয়েছেন সাকিব। বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে তাইজুল নেন ১২টি উইকেট। এর সুফল হিসেবে তিনি র্যাঙ্কিংয়ে ২৭ থেকে ৬১০ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন। উমেশ যাদবের সঙ্গে সমান রেটিং নিয়ে যৌথভাবে ২৩তম স্থানে রয়েছেন সাকিব এবং চার রেটিং কম নিয়ে তার পরেই রয়েছেন মিরাজ।
Discussion about this post