ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরবর্তী যুগে এবার ঘরের মাঠে ক্রিকেট ফেরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। একটি পূনাঙ্গ সিরিজ খেলতে আগামী মার্চে দেশটিতে সফর করতে যাচ্ছে শ্রীলঙ্কা। যেখানে তারা তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সিরিজের সূচি প্রকাশ করে এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই। সিরিজটি আগামী ৩ মার্চ থেকে শুরু হয়ে ২ এপ্রিল পর্যন্ত জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।
করোনার মধ্যে নিজ দেশে ক্রিকেট না খেললেও এখন পর্যন্ত তারা তিনটি দেশে (ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশে) সফর করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে সবশেষবার ক্যারিবীয়রা খেলেছিল গত বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে।
করোনা ভীতি কাটিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পেরে বেশ আনন্দিত সিডাব্লুআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ, ‘ওয়েস্ট ইন্ডিজে আবারো আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের তিন ফরম্যাটেরই একটি পূর্নাঙ্গ সূচি রয়েছে, যা আমাদের সমর্থকদের কাছ থেকে মনোযোগ আকর্ষণ করবে। বিশেষত বাংলাদেশ বিপক্ষে অসাধারণ টেস্ট সিরিজ জয়ের পর থেকে। এই সফর আয়োজনে অনেক বিস্তারিত পরিকল্পনা চলেছে এবং আমরা নিশ্চিত যে এটি সফল হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই আইসিসি সুপার লিগের অংশ হিসেবে গন্য হবে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ভেন্যু হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে কোলিডজ ক্রিকেট গ্রাউন্ডের (সিসিজি)। এছাড়া ২০১৩ সালের পর আবারো অ্যান্টিগায় টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হচ্ছে। এ ব্যাপারে জনি গ্রেভ বলেছেন, ‘আমরা এই সফরের পরিকল্পনার জন্য অ্যান্টিগা এবং বার্বুডা এবং সেন্ট লুসিয়ার সরকারদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য আমরা চির কৃতজ্ঞ। তবে এটা দুঃখজনক যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে এই সফর শেষ হওয়ার প্রয়োজনীয়তার কারণে আমরা মূলত সেন্ট লুসিয়াকে এই সিরিজের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করতে পারিনি।’
Discussion about this post