ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা টেস্টের দৃশ্যপটে রোমাঞ্চের আভাস। জমে উঠতে পারে লড়াই। কারণ টেস্টের তৃতীয় দিনে শেষ বিকালে ওয়েস্ট ইন্ডজের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ। তবে শতরানের বেশি লিড থাকায় এখনো ম্যাচের লাগাম ওয়েস্ট ইন্ডিজেরই হাতে।
শনিবার মিরপুরের শেরেবাংলায় ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে উইন্ডিজ ২য় ইনিংসে তুলেছে ৩ উইকেটে ৪১। এনক্রুমা বনার ৮ ও নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিক্যান ২ রানে রোববার সকালে মাঠে নামবেন। সব মিলিয়ে সফরকারীরা ১৫৪ রানে এগিয়ে।
দ্বিতীয় ইনিংসে দাপট দেখালেন বাংলাদেশের তিন স্পিনার। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান নিয়েছেন একটি করে উইকেট।
নাঈম ফেরান ক্রেইগ ব্র্যাথওয়েটকে। শেন মোজলিকে ফিরিয়ে টেস্টে একশ উইকেটের মাইলফলকে পা রাখেন মিরাজ। তাইজুল ইসলামকে পেছনে ফেলে দেশের হয়ে দ্রুততম একশ উইকেটে রেকর্ড এখন তার।
জন ক্যাম্পবেলকে ফেরান তাইজুল। এই শিকারে ম্যাচটাতেও ফেরে বাংলাদেশ। তবে চতুর্থ দিনের প্রথম সেশনই ঠিক করে দেবে সবকিছু। লড়াইয়ে থাকতে চটজলদি ক্যারিবীয়দের ফেরাতে হবে সাজঘরে।
এর আগে সপ্তম উইকেটে ১২৬ রানের জুটি গড়ে লিটন আউট হন রাহকিম কর্নওয়ালের বলে। তারপর ৯ বলের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। কর্নওয়াল লিটনের পর ফিরিয়েছেন নাঈম হাসানকে। লিটন ১৩৩ বলে ৭ বাউন্ডারিতে ৭১। পরের ওভারে শেনন গ্যাব্রিয়েলের আউট করেন মিরাজকেও। ১৪০ বলে ৬ বাউন্ডারিতে তিনি করেন ৫৭ রান। চট্টগ্রামের পর ঢাকাতেও শতরান করা হলো না তার।
ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আলজেরি জোসেফ সাজঘরে পাঠান আবু জায়েদ রাহীকে (১)। ১৩ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম। ৯৬.৫ ওভারে বাংলাদেশের প্রথম ইনিংস আটকে যায় ২৯৬ রানে। উইন্ডিজ বোলারদের মধ্যে সবচেয়ে সফল রাহকিম কর্নওয়াল। দীর্ঘদেহী এই অফ স্পিনার ৭৪ রান দিয়ে নেন ৫ উইকেট।
চট্টগ্রাম টেস্টে জিতে ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে উইন্ডিজ। সিরিজ হার বাঁচাতে ঢাকায় জিততেই হবে টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪০৯/১০
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ১০৫/৪) ৯৬.৫ ওভারে ২৯৬ (মুশফিক ৫৪, মিঠুন ১৫, লিটন ৭১, মিরাজ ৫৭, নাঈম ০, তাইজুল ১৩*, আবু জায়েদ ১; গ্যাব্রিয়েল ২১-৩-৭০-৩, কর্নওয়াল ৩২-৮-৭৪-৫, জোসেফ ১৭.৫-৩-৬০-২, মেয়ার্স ৮-২-১৫-০, ওয়ারিক্যান ১৩-২-৪৮-০, বনার ৩-০-১৭-০, ব্র্যাথওয়েট ২-০-৭-০)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ২১ ওভারে ৪১/৩ (ব্র্যাথওয়েট ৬, ক্যাম্পবেল ১৮, মোজলি ৭, বনার ৮*, ওয়ারিক্যান ২*; তাইজুল ৭-২-১৩-১, নাঈম ১০-৩-১৪-১, মিরাজ ৪-০-১৪-১)
#তৃতীয় দিন শেষে
Discussion about this post