ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের মতো একটা সেশন শেষ করে চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল। ব্যাট হাতে দারুণ লড়ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু চা-বিরতির পর সব শেষ! এলোমেলো ব্যাটিং লাইনআপ। ৬৬ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া লিটনের সেঞ্চুরি অথবা ৫৩ রানে ড্রেসিংরুমে ফেরা মিরাজের ব্যাটে এরপর কিছুই হলো না। ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে সবর্নাশ।
সপ্তম উইকেটে ১২৬ রানের জুটি গড়ে লিটন আউট রাহকিম কর্নওয়ালের বলে আউট। তারপর ৯ বলের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। কর্নওয়াল লিটনের পর ফিরিয়েছেন নাঈম হাসানকেও। লিটন ১৩৩ বলে ৭ বাউন্ডারিতে ৭১। পরের ওভারে শেনন গ্যাব্রিয়েলের আউট করেন মিরাজকেও। ১৪০ বলে ৬ বাউন্ডারিতে তিনি করেন ৫৭ রান। চট্টগ্রামের পর ঢাকাতেও শতরান করা হলো না তার।
ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আলজেরি জোসেফ সাজঘরে পাঠান আবু জায়েদ রাহীকে (১)। ১৩ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম। ৯৬.৫ ওভারে বাংলাদেশের প্রথম ইনিংস আটকে যায় ২৯৬ রানে। প্রথম ইনিংসে ওয়েস্টিিন্ডিজের চেয়ে ১১৩ রানের বড় ব্যবধানে পিছিয়ে মুমিনুল হকের দল।
উইন্ডিজ বোলারদের মধ্যে সবচেয়ে সফল রাহকিম কর্নওয়াল। দীর্ঘদেহী এই অফ স্পিনার ৭৪ রান দিয়ে নেন ৫ উইকেট।
ঢাকা টেস্টে নিশ্চিত করেই চাপে দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার টেস্টের তৃতীয় দিনেও দাপট সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের।
Bangladesh: From 281/6 to 296 all out 👀
West Indies have managed to get a huge 113-run first-innings lead!#BANvWI ➡️ https://t.co/Es33PQRdna pic.twitter.com/5WSagj0wMu
— ICC (@ICC) February 13, 2021
Discussion about this post