ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রাম টেস্টে টানা চারদিন দাপট থাকলেও শেষদিনে পথ হারিয়ে ম্যাচ হারে বাংলাদেশ। কিন্তু ঢাকাতে শুরু থেকেই পিছিয়ে দল। এখনো ফলোঅনের শঙ্কাতেও মুমিনুল হকরা। তৃতীয় দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে এই লজ্জা থেকে বাঁচতে আরও চাই ২৯ রান।
উইকেটে লড়ছেন লিটন দাস। তার সঙ্গী চট্টগ্রাম টেস্টে শতরান করা মেহেদী হাসান মিরাজ। লিটন অপরাজিত ২৩ ও মিরাজ ১১ রান। ৬ উইকেট হারিয়ে ১৮১ রান নিয়ে তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ থেকে পিছিয়ে এখনো ২২৮ রানে।
সব মিলিয়ে উইকেট বিলিয়ে চাপে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম ফিফটি পেরিয়ে খেলছিলেন স্বচ্ছন্দে। এমন সময়ে আত্মঘাতী রিভার্স সুইপ করে উইকেট দিয়ে আসেন দলের সেরা এই ব্যাটসম্যান। ফিরেন ৫৪ রানে। অথচ দেখে খেললে পেয়ে যেতে পারতেন শতরান। দলও হতো বিপদ মুক্ত।
মুশফিকের আগেই অবশ্য উইকেট বিলিয়ে দেওয়ার পর ভুল করেন মোহাম্মদ মিঠুন। তিনি আউট ১৫ রানে। দুই সেট ব্যাটসম্যান এভাবে উইকেট বিলিয়ে বিপদে ফেলেন দলকে।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৪০৯/১০
বাংলাদেশ ১ম ইনিংস : (আগের দিন ১০৫/৪) ৬১ ওভারে ১৮১/৬ (মুশফিক ৫৪, মিঠুন ১৫, লিটন ২৩*, মিরাজ ১১*; গ্যাব্রিয়েল ১৩-৩-৪৯-২, কর্নওয়াল ২০-৭-৪০-৩, জোসেফ ১৩-৩-৪৮-১, মেয়ার্স ৫-১-১২-০, ওয়ারিক্যান ৯-২-৩১-০)।
Discussion about this post