ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাল বলের চুক্তিতে নেই মুস্তাফিজুর রহমান। কিন্তু বাংলাদেশ টেস্ট স্কোয়াডে রয়েছেন তিনি। চট্টগ্রাম টেস্টেও খেলেছিলেন এ পেসার। বলও করেছিলেন দারুণ। তবে ঢাকা টেস্টে তাকে রাখা হয়নি। তাই বৃহস্পতিবার সবার মনে প্রশ্ন ছিল কেন নেই তিনি। প্রথম দিনের খেলা শেষে বোলিং কোচ ওটিন গিবসন বলেছেন, মিরপুরের উইকেটে সুইং একটু বেশি থাকায় মুস্তাফিজকে রাখা হয়নি একাদশে। তাদের মনে হয়েছে এখানে ভাল করবেন আবু জায়েদ রাহি।
একাদশে এক পেসার খেলানো নিয়ে জোর আলোচনা চলছেই। সেই একমাত্র পেসার বাছাই নিয়েও জেগেছে নানা প্রশ্ন। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে উত্তর পাওয়া গেল বোলিং কোচ ওটিস গিবসনের কাছ থেকে।
চট্টগ্রামে নতুন বলে দুর্দান্ত স্পেলে জোড়া শিকার ধরেছিলেন মুস্তাফিজ। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ছিলেন বেশ খরুচে।
মিরপুরে প্রথম দিনে আবু জায়েদ প্রথম স্পেলে ভালো করতে না পারলেও পরে দারুণ বোলিংয়ে নেন ২ উইকেট। প্রথম দিনে দলের সেরা বোলারও নিঃসন্দেহে তিনিই।
টিভি ধারাভাষ্যে এ দিন মুস্তাফিজের বাদ পড়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন ইয়ান বিশপ। দিন শেষে সাবেক এই ক্যারিবিয়ান ফাস্ট বোলার প্রশ্নটি করার সুযোগ পান ওটিস গিবসনের কাছে। এ ব্যাপারে তিনি বেলেন, ‘চট্টগ্রামে উইকেট দেখেই আমরা ফিজকে (মুস্তাফিজ) নিয়েছিলাম। আমাদের মনে হয়েছিল, এই উইকেটের সদ্ব্যবহার সবচেয়ে বেশি করতে পারবে সে। বিশেষ করে, চতুর্থ-পঞ্চম দিনে তার কাটার কার্যকর হতে পারে। প্রথম ইনিংসে নতুন বলে তো দুর্দান্ত দুটি উইকেট নিয়েছেই। চট্টগ্রামে ফিজের আরেকটি ইস্যু ছিল ফলো থ্রুতে উইকেটে পা পড়া নিয়ে। সেটি আমরা ঠিক করে ফেলার চেষ্টা করছি।’
টাইগারদের বোলিং কোচ আরও বলেন, ‘এখানে (মিরপুরে) আমাদের মনে হয়েছে, বল এখানে একটু বেশি সুইং করে। রাহি (আবু জায়েদ) বল দারুণভাবে সুইং করায়, আজকে যেমন দেখেছেন। একটু বেশি গোছানোও সে। উইকেট না পেলেও নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, খুব বেশি রান সে দেয় না। এই পরিবর্তনটা তাই আমাদের প্রয়োজনীয় মনে হয়েছে।’
Discussion about this post