ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হারলেই হতে হবে হোয়াইটওয়াশ। এ লজ্জা থেকে বাঁচতে ঢাকা টেস্টে বাংলাদেশের সামনে শুধু জয় ছাড়া ভিন্ন কোন পথ নেই। তবে ড্র করলেও হবে, কিন্তু সিরিজ হারতে হবে তাদের। ঠিত এমন সব সমীকরণের ম্যাচের বৃহস্পতিবার টস ভাগ্যকে পাশে পেলেন না স্বাগতিক অধিনায়ক মুমিনুল হক। যে কারণে আগে ফিল্ডিংয়ে নামতে হয়েছে তাদের।
চট্টগ্রামে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ ঢাকা টেস্টে এনেছে তিনটি পরিবর্তন। ম্যাচের আগেই ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। সঙ্গে পেসার মুস্তাফিজুর রহমান বাদ পড়ায় একাদশে পরিবর্তন হয়েছে তিনটি। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার ও আবু জায়েদ চৌধুরী রাহী।
আগের ম্যাচে জয় পাওয়া উইন্ডিজদের একাদশেও এসেছে এক পরিবর্তন। পেসার কেমার রোচের জায়গায় আলজেরি জোসেফ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবশেষ তিন ম্যাচেই জিতেছে বাংলাদেশ। জয়ের ধারা ধরে রাখতে এবার হয়তো চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হবে তাদের।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোসলি, এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাল মায়ারস, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, আলঝারি জোসেফ এবং শ্যানন গ্যাব্রিয়েল।
Discussion about this post