ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রামে হিসাবের ছক মিলেনি। দল চট্টগ্রাম টেস্টে পেয়েছিল জয়ের সুবাস। ঠিক তখনই কীনা কাইল মেয়ার্সের অতিমানবীয় এক ইনিংসে সর্বনাশ। ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল ৩ উইকেটে। অথচ সেই টেস্টের নায়ক হতে পারতেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে পেয়েছিলেন শতরান। আবার বল হাতেও ছিল চমক। কিন্তু দল হারায় সর্বনাশ।
এবার ঢাকায় ঘুরে দাঁড়ানোর পালা। বৃহস্পতিবার শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ হার বাঁচাতে এখানে উইন্ডিজকে হারাতেই হবে বাংলাদেশের। সেই প্রতিশ্রুতি দিয়ে রাখলেন মিরাজ। মঙ্গলবার ভিডিও বার্তায় তেমন কথাই শোনালেন তিনি। চলুন দেখে নেই কি বললেন মিরাজ।
নিশ্চয়ই চট্টগ্রাম টেস্ট নিয়ে হতাশা কাজ করছে…
অবশ্যই। আমরা আসলে যেরকম আশা করছিলাম সেরকম হয়নি। আপনারা দেখুন শেষের দিন কিন্তু আনইভেন ওই রকম কিছুই হয়নি উইকেট থেকে। উইকেটের বাইরে যা রাফ ছিল ওখান থেকে হয়ত কিছু হচ্ছিল কিন্তু যেখানে গুড লেংথ এরিয়া ছিল ওখানে ওত বেশি হয়নি। বাট তারপরও আমি বলবো আমাদের স্পিনাররা ট্রাই করছে ভালো, চেষ্টা করেছে। কিন্তু দেখেন দুই একটা বল খারাপ হয়েছে সেখান থেকে বাউন্ডারি অপশন হয়ে গিয়েছে। এটাই আমি বলতে চাই, আদারওয়াইজ, আমি যেটা বলতে চাই তাইজুল ভাই খুব ভালো বোলিং করেছে, হয়ত আমি বা নাঈম যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়ত ওদের আরও একটা উইকেট চান্স হয়ে যেত। বাট তারপরও আনফরচুনেটলি ক্রিকেট খেলা এন্ড অফ দ্য ডে, হতেই পারে। ওরা হয়ত খুব ভালো, এক্সট্রা-অর্ডিনারি ব্যাটিং করেছে দুইজনই দুই সেশনে খেলেছে।
সুযোগগুলোও কাজে লাগল না…
আর বলবো যে হয়ত আমরা যদি চান্সগুলো নিতে পারতাম, তাহলে হয়ত আমাদের পক্ষে হত। ওখানে একটা-দুইটা উইকেট, একটা উইকেটই অনেক ইম্পর্ট্যান্ট ছিল। কারণ পরের ব্যাটসম্যানের জন্য অত ইজি হত না খেলাটা। আমরা মিস্টেক করে গেছি বাট চেষ্টা করব যেসব মিস্টেকগুলো করেছি সেগুলো যেন নেক্সট ম্যাচে না করি।
চট্টগ্রাম টেস্টে নিয়ে কি আক্ষেপ আছে?
না আক্ষেপ যেটা বলবো, আক্ষেপ ওরকম নেই। কারণ হলে ভালো হত, বাট এন্ড অফ দ্য ডে ক্রিকেট খেলা, যে কোনো কিছুই হতে পারে। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে টিমটা হেরে গেছে। কারণ আমরা আশাও করিনি যে টিমটা হেরে যাবে। বাট টিম জিতলে হয়ত আমার পারফরমেন্সটা আরও ফোকাস হত বা খুব ভালো লাগত নিজের কাছে। এন্ড অফ দ্য আমরা কিন্তু টিমের জন্যই খেলি। টিম জিতলে কিন্তু আমাদের ভালো লাগে। হেরে যাওাতে কিন্তু আমি যে রান করেছি বা উইকেট পেয়েছি, ওটার ভেতর কিন্তু আমি মজাও পাইনি। হয়ত আমরা যদি ম্যাচটা জিততে পারতাম, হয়ত আমার ফিলিংসটা আরও বেশি থাকতো, ভালো লাগাটা আরও বেশি থাকতো। বাট তারপরও এন্ড অফ দ্য ডে যেটা বলবো যে প্রথম সেঞ্চুরি করেছি, অবশ্যই ভালো লাগছে এবং এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি যেহেতু আমি লেট অর্ডারে ব্যাট করি, হয়ৎ আমার আমার ভবিষ্যত ক্রিকেটে এবং আমার জন্য অনেক হেল্প করবে এই সেঞ্চুরিটা। এবং আমার নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক টাফ, আমি খেলেছি, আমি দেখছি এবং খেলছি, কীভাবে সারভাইভ করতে হয়, কীভাবে খেলতে হয়, এটা আমাকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে।
ব্যাটিং অর্ডারে ৮ নম্বরে আপনি। টেস্টে আরও উপরে আশা করেন?
আসলে একটা জিনিস দেখেন আমি এজ লেভেল যত দিনই খেলেছি আমি কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং করেছি। বাট এখন তো কোনো অপশনই নাই উপরে ব্যাটিং করার, মিডল অর্ডার কারণ আমাদের পরিপূর্ণ ক্রিকেটার আছে। বাংলাদেশ দলে সিনিয়র প্লেয়াররা আছে, আমার হয়ত উপরে অপরচুনিটি থাকবে না। বাট আমি মনে করি যে ইনশাআল্লাহ ৪-৫ বছর পরে যদি আমার সুযোগ আসতেও পারে, হয়ত সেই সময় আমার নিজেকে মেন্টালি স্ট্রং করে উপরে ব্যাটিং করতে পারব ইনশাআল্লাহ। বাট আমি মনে করি তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, নিজের ব্যাটিংকে প্রতিনিয়ত ঝালাই করতে হবে এবং প্রতিনিয়ত আমাকে চ্যালেঞ্জ নিয়ে আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। আমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসগুলো ডেভেলপ করে হয়ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরও সাকসেস হতে পারবো যদি উপরে ব্যাটিং করি ইনশাআল্লাহ।
৩৯৫ রান লক্ষ্য দিয়েও চট্টগ্রামে পারেন নি। কী বলবেন…
অবশ্যই কারণ আমরা চিন্তাও করতে পারিনি ওরা এত ভালো ব্যাটিং করবে। কারণ ওদের অনেক প্লেয়ারেরই কিন্তু ডেব্যু হয়েছে এই ম্যাচে। বাট প্রত্যাশার বাইরে অনেক ভালো ক্রিকেট খেলেছে ওরা। বাট আমি মনে করি যে ওদের দিন ছিল, একটা দিন ওরা ভালো ক্রিকেট খেলেছে, এজন্য ওরা জিতেছে। কিন্তু চারটা দিনই কিন্তু আমরা ডমিনেট করেছি, ভালো ক্রিকেট খেলেছি। এই জিনিসগুলো আমাদের পজিটিভ সাইড ছিল। একটা দিন খারাপ যেতেই পারে ক্রিকেটারদের এবং প্লেয়ারদের। হয়ত আমাদের ওই দিনটাই খারাপ ছিল, লাস্ট দিনটা। ওরা ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছে। কিন্তু এখানে প্রত্যাশা অবশ্যই থাকবে, ভালো করার। কারণ ওরা একটা ম্যাচ জিতেছে, আমরা যদি এখানে ভালো করতে পারি, ম্যাচ জিততে পারি তাহলে আমরা খুব ভালো মত স্ট্রংলি কামব্যাক করতে পারব, ইনশাআল্লাহ।
Discussion about this post