ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসানের ইনজুরিতেই সর্বনাশ। চট্টগ্রাম টেস্ট দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছিলেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট তুলে নিয়েছিলেন হাফসেঞ্চুরি। কিন্তু এরপর বল হাতে আক্রমণ শুরুর পরই ইনজুরিতে পড়েন তিনি। কুঁচকির ধাক্কা সামলে এবার ঊরুর ইনজুরিতে বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব ছিলেন না। দলও প্রায় জেতা ম্যাচ হারল ৩ উইকেটে। চট্টগ্রামের সেই ইনজুরি সাকিবকে খেলতে দিচ্ছে না ঢাকা টেস্টেও। বৃহস্পতিবার শুরু মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কিন্তু এখানে দল পাবে না সাকিবকে। হতাশা তো থাকছেই।
মঙ্গলবার এনিয়ে কথা বললেন মেহেদী হাসান মিরাজ। যিনি চট্টগ্রামে ব্যাট-বল দুটোতেই পেয়েছেন সাফল্য। মিরাজ বলছিলেন, ‘দেখুন, লাস্ট ম্যাচে সাকিব ভাই ইনজুরি হয়ে যাওাতে আমাদের টিমে অনেক বড় একটা প্রভাব পড়েছে। তার বোলিং তো অনেক ইম্পর্ট্যান্ট ছিল আমাদের টিমের জন্য আমরা জানি। এবং হয়ত সাকিব ভাই থাকলে আমরা আরও ভালোভাবে কামব্যাক করতে পারতাম। কারণ তিনি মাঠে থাকলে হয়ত স্পিনারদের বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ইনিফরমেশন দিতেন এবং তিনি নিজেও ভালো বোলিং করতেন। বাট আনলাকিলি আমরা সাকিব ভাইকে মিস করেছি ওই ম্যাচটাতে ইনজুরি হওয়াতে। এটা আসলে আমাদের জন্য অনেক ব্যাড লাক ছিল।’
চট্টগ্রামের পর ঢাকাতেও নেই সাকিব। এখানেও দল তাকে পাচ্ছে না। ব্যাপারটায় আক্ষেপ থাকল মিরাজের। ভিডিও বার্তায় বৃহস্পতিবার এই অলরাউন্ডার বলেন, ‘মিরপুর মাঠে খেলা সাকিব ভাইকে ছাড়া আমরা খেলবো। অবশ্য সাকিব ভাই থাকলে অনেক ভালো হতো, আমাদের ভুলগুলো কম হত এবং আমাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি পেতাম। বাট যেহেতু সে নাই, আমি মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে, আমি আছি, তাইজুল ভাই আছে, নাঈম আছে। আমাদের তিন জনের ওপরে বেশি দায়িত্ব থাকবে। আমরা চেষ্টা করবো ভালো এরিয়াতে বল করার জন্য এবং যেন আমরা খুব ওদেরকে ইজিলি না খেলতে দেই, সেটা চেষ্টা করব স্পিনাররা।’
চট্টগ্রাম ট্র্যাজেডি কাটিয়ে উঠার প্রত্যয় থাকল মিরাজের কন্ঠে!
Discussion about this post