ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃস্বপ্ন? না তারচেয়েও বেশি কিছু। যে টেস্ট ম্যাচটিতে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ সেখানেই কীনা এমন ছন্দ পতন! এ যেন নতুন এক ট্র্যাজেডি বাংলাদেশ ক্রিকেটে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রোববার মেষ বিকালে যেন লেখা হলো শোকগাঁথা।
ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তা না পেলেও দ্বিতীয় সারির দল নিয়ে টেস্টে দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজ। অভিষেকে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে চমকে দিলো উইন্ডিজ।
শেষ দিন বাঁহাতি ব্যাটসম্যান মেয়ার্সের দ্বিশতকে ৩ উইকেটে জিতল উইন্ডিজ। ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।
উইন্ডিজের এমন স্মরণীয় জয়ের নায়ক কাইল মায়ার্স। টেস্ট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। ২০০৩ সালের পর প্রথমবার কোনও ব্যাটসম্যান গড়লেন এই কীর্তি। লরেন্স রোওয়ের পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রথম টেস্টে দ্বিশতক হাঁকালেন মায়ার্স।
২১০ রানের অপরাজিত ইনিংসে ক্যারিবিয়ানদের স্বপ্নের জয় এনে দিলেন মেয়ার্স। অভিষেক রাঙালেন মনের মতো করেই!
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের ৭ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছিল ৪০ পয়েন্ট। চট্টগ্রামে জিতে তাদের অর্জন ৬০ পয়েন্ট। প্রথম পয়েন্ট এখনো সোনার হরিণ হয়েই থাকল বাংলেদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু ১১ ফেব্রুয়ারি। যেখানে সিরিজ হার বাঁচাতেই লড়বে মুমিনুল হকের দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯
বাংলাদেশ ২য় ইনিংস: ২২৩/৮
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৫, আগের দিন ১১০/৩) ৯৭ ওভারে ২৬৬/৩ (বনার ৮৬, মেয়ার্স , ব্ল্যাকউড ৯, জশুয়া ২০, রোচ ০, ; মুস্তাফিজ ১৩-১-৭১-০, তাইজুল ৩৪-১৭-৩৬-০, মিরাজ ৩৫-৩-১১৩-৪, নাঈম ৩৪-৪-১০৪-১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: কাইল মেয়ার্স।
What a scorecard. What a win 🔥@windiescricket | #BANvWI pic.twitter.com/R6605H9tSu
— ICC (@ICC) February 7, 2021
Discussion about this post