প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল গাজী ট্যাংক ক্রিকেটার্স। শনিবার সুপার লিগে তৃতীয় ম্যাচে শক্তিশালী শেখ জামালের বিপক্ষে তারা জিতেছে ৬ উইকেটে। এনিয়ে টানা তিন ম্যাচেই জিতল গাজী ট্যাংক। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দিনের অন্য ম্যাচে জিতেছে কলাবাগান ক্রিকেট একাডেমি এবং প্রাইম দোলেশ্বর।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাত্র ৮৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল শেখ জামাল। কিন্তু এরপরই লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেন এল্টন চিগাম্বুরা। নিজে তুলে নেন দারুন এক সেঞ্চুরি। আর দল গাজী ট্যাংক ক্রিকেটার্সের বিপক্ষে পেয়ে যায় লড়াকু পুঁজি। গাজী ট্যাংক ক্রিকেটার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫০ ওভারে ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ২৫৯ রান। চিগাম্বুরা ৯৪ বলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে গাজী ট্যাংক শুরুতে আফতাব আহমেদ (২) এবং এউইন মর্গানকে (২৬) হারিয়ে চাপে পড়েছিল। কিন্তু ইমরুল কায়েস এবং রাকিবুল হাসানের ব্যাট পথ দেখায় তাদের। ইমরুল করেন ৮১। রকিবুল দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ৯০ রানে। গাজী ট্যাংক ৪৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
মাহমুদউল্লাহর দল এখন লিগ ট্রফির আরো কাছে। আর মাত্র দুটি জয়। তাহলেই লিগ শিরোপা পেয়ে যাবে গাজী ট্যাংক। খেলা বাকি মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের সঙ্গে। হিসাবটা এমন-তুলনামূলক দুর্বল মোহামেডানের সঙ্গে হেরেও চ্যাম্পিয়ন হতে পারে গাজী ট্যাংক। তখন শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বরকে হারালেই ব্যস, শেষ হাসি মাহমুদউল্লাহ বাহিনীর। কারণ কালকের জয়ে গাজী ট্যাংকের পয়েন্ট ১৪ খেলায় ২০। সমান ম্যাচে মোহামেডানের ১৬। শেখ জামালেরও তাই ১৬। প্রাইম ব্যাংক আগেই ছিটকে পড়েছে। এখন গাজী ট্যাংকের নিকট প্রতিদ্বন্দ্বী শুধু প্রাইম দোলেশ্বর। যাদের পয়েন্ট ১৬ খেলায় ১৮। তাদের খেলা বাকি কলাবাগান ক্রিকেট একাডেমি আর গাজী ট্যাংকের সঙ্গে। কলাবাগানের বিপক্ষে জিতলে তাদের অর্জন হবে ২০ পয়েন্ট। শেষ খেলায় প্রাইম দোলেশ্বরের সঙ্গে জিতলে গাজীর পয়েন্ট দাঁড়াবে ২২। আর তাতেই নিশ্চিত প্রিমিয়ার লিগের ট্রফি।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব : ২৫৯/৯, ৫০ ওভার (চিগুম্বুরা ১০৯*, মুশফিক ৩৮, নাহিদুর ৩১, ক্রোক ২০; ডোশেট ৩/৫৬)।
গাজী ট্যাংক : ২৬০/৪, ৪৬.৪ ওভার (ইমরুল ৮১, রকিবুল ৯০*, মরগান ২৬, মাহমুদউল্লাহ ২৫, জাইদি ২০*; ক্রোক ২/৪৬)। ফল : গাজী ট্যাংক ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা : রকিবুল হাসান।
Discussion about this post