ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট হাতে প্রায় সব রেকর্ডই যেন হয়ে যাবে তার। একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন বিরাট কোহলি। এবার ভারত অধিনায়ক টপকে যাওয়ার পথে রিকি পন্টিংকে। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক পেছনে পড়ে যেতে পারেন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে কোহলি গড়তে পারেন বিশ্ব রেকর্ড।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটিতে যান কোহলি। তার ঘরে এসেছে কন্যা সন্তান। সেই বিরতি কাটিয়ে ভারতের হয়ে ফের মাঠে নামার অপেক্ষায় অধিনায়ক। শুক্রবার শুরু চেন্নাই টেস্ট। এই টেস্টে সেঞ্চুরি পেলে পন্টিংকে ছাড়িয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতক হাঁকানো অধিনায়ক বনে যাবেন কোহলি।
কোন দেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪২ সেঞ্চুরির মালিক হয়ে যাবেন কোহলি। এখন পন্টিং ও কোহলির অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন। এবার অজি তারকাকে পেছনে ফেলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পালা বিরাটের।
যদিও সময়টা ভাল যাচ্ছে না তার। গেল বছর দেখা মেলেনি শতকের। ১১ বছর পর প্রথমবার ওয়ানডেতে সেঞ্চুরি করতে পারেননি! তবে এবার সামনে দারুণ সুযোগ। ইংল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টুয়েন্টি খেলবে ভারত। সব ম্যাচই দেশের মাঠে।
Discussion about this post