ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের হৃদরোগে আক্রান্ত হওয়ায় চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এরপর অবস্থা বুঝে তার শরীরে বসানো হয় দুটি স্টেইন। আপাতত তার শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। যে কারণে ৪ দিন পর রোববার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি।
সৌরভের শারীরিক অবস্থা ভালো হলেও চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে বিশ্রামে থাকতে হবে। কয়েকদিন পর থেকেই আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এরআগে গত ২৭ জানুয়ারি থেকে কলকাতার অ্যাপোলো গ্লেনিগ্রেস হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতির চিকিৎসায় কোনো কমতি রাখেননি হাসপাতালের চিকিৎসকরা। যে কারণে দ্রুতই সুস্থ হয়ে রোববার সকালেই বাড়ি ফিরলেন তিনি।
তারআরও আগে গত ২ জানুয়ারি শরীরচর্চার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় একটি স্টেন বসানো হয়। পরে ডা. দেবী শেঠি ও অন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ৭ জানুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তার পর থেকে মহারাজের শারীরিক পরিস্থিতি স্বাভাবিকই ছিল। কিন্তু গত বুধবার ফের বুকে ব্যথা অনুভব করলে অ্যাপোলোতে ভর্তি করা হয় তাকে।
এদিকে রোববার সৌরভকে নিয়ে অ্যাপোলো হাসপাতাল খেকে জানানো হয়েছে, একদম ঠিক আছেন সৌরভ। পরিবারের সঙ্গে বাড়ি ফিরছেন তিনি। এদিকে চিকিৎসক আফতাব খান জানান, হৃদপিণ্ডের স্বাস্থ্যের দিক থেকে পুরো ফিট আছেন সৌরভ। কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবেন তিনি। আপাতত বাড়ি থেকে কাজ করতে কোনও অসুবিধা নেই। বোর্ডের বৈঠকেও যোগ দিতে পারবেন। নির্দিষ্ট সময় অন্তর শারীরিক পরীক্ষা করতে হবে।
Discussion about this post