ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সন্দেহ নেই ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় দুঃসংবাদ! যে টুর্নামেন্ট খেলে জাতীয় দলে উঠার পথ প্রশস্ত হয় সেই রঞ্জি ট্রফি এবার মাঠে গড়াচ্ছে না। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টগু আয়োজন করতে গিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রেল বোর্ড বিসিসিআই বাদ দিচ্ছে রঞ্জি ট্রফি। চলতি মৌসুমে এই টুর্নামন্টে হচ্ছে না।
করোনাভাইরাসের কারণেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। ১৯৩৪-৩৫ মৌসুমে শুরুর পর এবারই প্রথম বসবে না প্রথম শ্রেণির ক্রিকেটের এ টুর্নামেন্ট। ৮৭ বছর পর থমকে গেল এই আসর। বিভিন্ন রাজ্য অ্যাসোসিয়েশনের মতামতের পর এমন সিদ্ধান্তের কথা জানান বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য সুরক্ষার জন্য কথা চিন্তা করেই এবার রঞ্জি আয়োজন করছে না বিসিসিআই। এই সময়ে ছেলে ও মেয়েদের ওয়ানডে টুর্নামেন্ট আর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে তারা। করোনাভাইরাসের কারণেই সব এলোমেলো হয়ে গেছে। তবে এরমধ্যে গত জানুয়ারিতে শুরু হয় সৈয়দ মুশতাক আলি ট্রফি। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টের ফাইনাল রোববার।
আসছে মাসেই আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে ভারতে। ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে লড়বে বিরাট কোহলির দল। ৫ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ অব্দি টেস্টের লড়াই চেন্নাই, আহমেদাবাদ ও পুনেতে। তারপরই আইপিএল। অবশ্য এই আসর কোথায় বসবে এখনো নিশ্চিত নয়। গতবার বসেছিল মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে।
Discussion about this post