ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট সিরিজের আগে প্রস্তুতি পর্বটা মন্দ হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। তিনদিনের ম্যাচের প্রথম দুদিন দাপট থাকল তাদেরই। বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ১৭৯। প্রথম ইনিংসে ৯৭ রানের লিড ছিল তাদের। সব মিলিয়ে সফরকারীরা এগিয়ে ২৭৬ রানে।
শনিবার ওপেনার জন ক্যাম্পবেল ৬৮ রান। এনক্রুমা বনার অপরাজিত ৮০ রানে। সব মিলিয়ে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতিটা ভালই সেরে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচে বিসিবি একাদশের স্পিনার সাইফ হাসান শিকার করেন ২ উইকেট। আরেক স্পিনার তৌহিদ হৃদয় নেন ১টি উইকেট। এর আগে দিনের শুরুতে রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যানের স্পিনে বিসিবি একাদশ অলআউট হয় ১৬০ রানেই। কর্নওয়াল নেন ৫ উইকেট। ওয়ারিক্যান ৩টি উইকেট তুলে নেন।
স্পিন আক্রমণে দাপট দেখিয়ে টেস্টের আগে বার্তা দিয়ে রাখল উইন্ডিজ। টাইগারদের চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত। ওয়ানডেতে ০-৩ ব্যবধানে হারলেও সাদা পোশাকে লড়াইয়ের প্রত্যয় তাদের। আগামী বুধবার থেকে চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরের শেরেবাংলায় ১১ ফেব্রুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৭/১০
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৪৭.৪ ওভারে ১৬০/১০ (সাইফ ১৫, সাদমান ২২, নাঈম ৪৫, ইয়াসির ১, শাহাদাত ১৩, সোহান ৩০, হৃদয় ৭, আকবর ৫, মাহমুদুল ৪, রিশাদ ১*, খালেদ ০; রোচ ৭-৪-১৩-১, গ্যাব্রিয়েল ৮-২-৩০-০, কর্নওয়াল ১৬.৪-৩-৪৭-৫, জোসেফ ৭-০-৩১-১, মেয়ার্স ২-০-৬-০, ওয়ারিক্যান ৭-১-২৫-৩)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৮ ওভারে ১৭৯/৫ (ক্যাম্পবেল ৬৮, মোজলি ০, বনার ৮০*, ব্ল্যাকউড ৪, মেয়ার্স ৮, হজ ১৯, জশুয়া ০*; খালেদ ৬-০-১৬-১, মুকিদুল ৭-২-৩২-১, সাইফ ৯-১-৩২-২, রিশাদ ১৩-৩-৬১-০, শাহিন ৭-১-২২-০, হৃদয় ৬-০-১৬-১)।
#২য় দিন শেষে
🔶 16.4 overs
🔶 Three maidens
🔶 47 runs
🔶 Five wicketsRahkeem Cornwall was brilliant in the first innings of the warm-up match against BCB XI in Chattogram. How will he fare in the upcoming #BANvWI Test series?
📸@windiescricket pic.twitter.com/2fh1ShV0ot
— ICC (@ICC) January 30, 2021
Discussion about this post