ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে শনিবারের খেলায় মিরপুরে লাঞ্চের জন্য নির্ধারিত সময়ের আগেই মোহামেডানের ব্যাটিং শেষ ১৪৩ রানে। লাঞ্চের জন্য যখন আম্পায়াররা বেলস তুলছেন; তখন প্রাইম দোলেশ্বরের রান ১ উইকেটে ৫২। ম্যাচ জিততে বাকি ৪০ ওভারে চাই তাদের ৯২ রান। শেষপর্যন্ত ২৭ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা।
বড় জয়ের সুবাদে এবারের লিগে প্রাইম দোলেশ্বর শিরোপার দৌড়ে বেশ ভালো অবস্থানে রইল। টেবিলের শীর্ষে থাকা গাজী ট্যাংক থেকে ২ পয়েন্ট পেছনে দোলেশ্বর। শিরোপা জিততে হলে গাজী ট্যাংকের বিপক্ষে জয় চাই তাদের।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ১৪৩/১০, ৪২.৩ ওভার (মুক্তার ৪৬, উপল থারাঙ্গা ২৪, শামসুর ২১, রহমত শাহ ১৮, মাশরাফি ১৭; ফরহাদ রেজা ৩/৯, সাব্বির রুম্মান ৪/৩৯)। প্রাইম দোলেশ্বর : ১৪৫/৩, ২৭ ওভার (মেহেদি ৪০, রনি তালুকদার ৩৭, মমিনুল হক ৩৩*; দেলোয়ার ১/২৮)। ফল : প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা : ফরহাদ রেজা।
জিতল কলাবাগান
বিকেএসপিতে অঘটন ঘটিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমির প্রতিপক্ষ প্রাইম ব্যাংক সিসি। ম্যাচে ব্যাট করতে নেমে কলাবাগান ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছে ৩০৫ রান। হ্যামিল্টন মাসাকাদজা করেছেন ১২৫ রান। জবাব দিতে নেমে ভালই লড়ছিল প্রাইম ব্যাংক। কিন্তু ৪৯.৫ ওভারে অলআউট হয়ে করে ২৯৮ রান। ৭ রানে ম্যাচ জিতে কলাবাগান।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি : ৩০৫/৭, ৫০ ওভার (মাসাকাদজা ১২৫, মাজিদ ৫৪, রেজাউল করিম ৫/৫৪)। প্রাইম ব্যাংক : ২৯৮/১০, ৪৯.৫ ওভার (বোপারা ১৩৮, পারভেজ ৭৬; নাজমুল অপু ৫/৫৯, জাকারিয়া ২/২৯)। ফল : কলাবাগান ক্রিকেট একাডেমি ৭ রানে জয়ী। ম্যাচসেরা : নাজমুল অপু।
Discussion about this post