ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিজেকে চেনালেন নাসির
দেশের মাঠে টানা দুটি টুর্নামেন্টে খেলতে পারেন নি স্রেফ ফিটনেস ঘাটতির কারণে। কিন্তু আবুধাবি টি-টেন টুর্নামেন্টে খেলতে গিয়ে প্রথম দিনই বোলিংয়ে বাজিমাত করলেন নাসির হোসেন। জিতল তার দল পুনে ডেভিলস। শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ৭ উইকেটে হারাল পুনে। ১০৫ রানের টার্গেটে নেমে ৪ বল বাকি থাকতেই দল জয়ের বন্দরে।
গত মার্চের পর কোনো ধরনের ক্রিকেটেই দেখা যায়নি নাসিরকে। সেই তিনিই পেলেন টি-টেন ক্রিকেটে পুনের নেতৃত্ব। এরপর বল হাতে ২ ওভারে ১৮ রান দিয়ে তুলেন ৩ উইকেট। এরপর ২৮ বলে অপরাজিত ৫৭ রান করে দলকে জয় এনে দেন পুনের ওপেনার কেনার লুইস। ব্যাটিংয়ে নামতে হয়নি নাসিরকে।
সংক্ষিপ্ত স্কোর-
ডেকান গ্ল্যাডিয়েটর্স: ১০ ওভারে ১০৫/৫ (শাহজাদ ৮, নারাইন ১, ডেলপোর্ট ২৫, পোলার্ড ২, প্রশান্ত ১৭, আজম ৩৭*, ইমতিয়াজ ৬*; আমির ২-০-২০-০, নাসির ২-০-১৮-৩, ভিলিওন ২-০-২৪-০, আনসারি ২-০-১-২, ভিসনিভস্কি ১-০-১২-০, কারান ১-০-১৭-০)
পুনে ডেভিলস: ৯.২ ওভারে ১০৬/৩ (টম কোলার-ক্যাডমোর ১২, লুইস ৫৭*, চ্যাডউইক ১৮, রাসুলি ৬, আসিফ ৬*; নারাইন ২-০-১৮-১, রামপাল ২-০-১৩-১, তাহির ২-০-১৬-০, জহুর ২-০-২৪-১, সামার্স ১-০-১৮-০, পোলার্ড ০.২-০-১২-০)
ফল: পুনে ডেভিলস ৭ উইকেটে জয়ী।
######
বৃহস্পতিবারের আরেক ম্যাচে মাঠে নামলেন বাংলাদেশের আফিফ হোসেন। আবুধাবি টি-টেন টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি তার। ব্যাট হাতে কিছু একটা করলেও ছেড়েছেন ক্যাচ। হার নিয়ে মাঠ ছাড়ে তার দল। নিজেদের প্রথম ম্যাচে দিল্লি বুলসের বিপক্ষে ৭ উইকেটে হার মানে আফিফদের বাংলা টাইগার্স। ১২৯ রানের টার্গেটে নেমে দিল্লি ৭ বল হাতে রেখেই তুলে নেয় জয়।
শেখ জায়েদ স্টেডিয়ামে আফিফ দুটি বাউন্ডারিতে ৫ বলে করেন অপরাজিত ১০ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলা টাইগার্স: ১০ ওভারে ১২৮/২ (চার্লস ৭৩*, ফ্লেচার ৩২, টম মুরস ২, আফিফ ১০*; বাট ২-০-২০-০, এডওয়ার্ডস ২-০-১৭-১, আলি খান ২-০-২৯-০, কাশিফ ২-০-৩৬-০, ব্রাভো ২-০-২১-১)
দিল্লি বুলস: ৮.৫ ওভারে ১২৯/৩ (গুরবাজ ৪১, লুইস ৩২*, বোপারা ৩৮, নবি ০, রাদারফোর্ড ১১*; মুজিব ২-০-৩১-০, ইরফান ১.৫-০-২৬-০, জানাত ২-০-৩৪-২, গার্টন ২-০-২০-০, ফারুকি ১-০-১৬-১)
ফল: দিল্লি বুলস ৭ উইকেটে জয়ী
Discussion about this post