ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া শেষ করবে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
প্রাণঘাতী করোনার কারণে গত মার্চে সব ধরণের ক্রিকেট বন্ধ হয়ে যায় বাংলাদেশে। তবে গত সেপ্টেম্বর-অক্টোবর থেকে সীমিত পরিসরে আবার ক্রিকেট ফেরানো হয়েছে। যদিও তা কঠোর করোনা প্রটোকল মেনে। ক্রিকেটার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রেখে।
বিসিবি চাচ্ছে, ক্রিকেটারদের ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনার পর ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম চালু করতে। সে কারণেই আগামী ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপরই মাঠে গড়াতে পারে ঘরোয়া ক্রিকেট। করোনার কারণে যা থমকে আছে গত বছরের মার্চ থেকেই।
উল্লেখ্য, গত বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Discussion about this post