ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার আলাদা আলাদা দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এরপরই জানা যায়, দুই স্কোয়াডেই নতুন মুখের ছড়াছড়ি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়ার পর বছর না ঘুরতেই জাতীয় দলে সুযোগ পেয়েন তানভির স্যাঙ্ঘা। যুব বিশ্বকাপের পর বিগ ব্যাশ মাতিয়ে ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার জায়গা পেলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে। টেস্ট দলে প্রথমবার সুযোগ পেয়েছেন পেসার মার্ক স্টেকেটি।
আগামী মাসে নিউজিল্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া। খেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। দুই সফরে যাবে সম্পূর্ণ ভিন্ন দুটি দল। তাই নবীন ক্রিকেটার, অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারের পাশাপাশি দলে ফেরা ক্রিকেটারের তালিকাও বেশ লম্বা।
ভারতের বিপক্ষে ৪ টেস্টে সুযোগ পেয়েও ভালো করতে না পারায় টেস্ট দলে থেকে বাদ পড়েছেন ম্যাথু ওয়েড। নিউ জিল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক থাকবেন তিনিই। সীমিত ওভারের নিয়মিত কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি সুযোগ পেয়েছেন টেস্টে।
দুই দল মিলিয়ে সবচেয়ে আলোচিত নাম সম্ভবত তানভিরই। তার বাবা জগা সিং ভারতের পাঞ্জাব থেকে নব্বই দশকের শেষ দিকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান একটু উন্নত জীবনের আশায়। সিডনিতে তিনি ট্যাক্সি চালান। মা উপজিত সিং কাজ করছেন হিসাবরক্ষক হিসেবে। তানভিরের জন্ম-বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই। ছেলেবেলায় যদিও পাঞ্জাবে গিয়েছেন অনেকবার।
বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করেই টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার জাই রিচার্ডসন। ১৪ ম্যাচে ২৭ উইকেট নিয়ে এবারের বিগ ব্যাশে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ২৪ বছর বয়সী এই পেসার। এদিকে বিগ ব্যাশেই দারুণ বোলিং করে চলেছেন স্টেকেটি। ১৩ ম্যাচে তার শিকার ২৩ উইকেট।
ট্রাভিস হেড ফিরেছেন দলে। চোট কাটিয়ে ফিরেছেন উইল পুকোভস্কি ও জেমস প্যাটিনসন। টিকে গেছেন ওপেনার মার্কাস হ্যারিস। ন্যাথান লায়নের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকছেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (সহ-অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, তানভির স্যাঙ্ঘা, ডার্সি শর্ট, মার্কাস র্স্টয়নিস, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা।
অস্ট্রেলিয়ার টেস্ট দল :
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, মোইজেস হেনরিকস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্ক স্টেকেটি, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।
Discussion about this post