ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই দিন আগেই বাংলাদেশি কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডে মাশরাফি বিন মর্তুজা কে ছুঁয়েছিলেন মুশফিকুর রহিম। তবে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমেই এ তারকা ব্যাটসম্যান সেই রেকর্ডটি নিজের করে নিলেন। তার মানে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এখন সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কীর্তি মুশফিকের।
সোমবার মুশফিক খেলছেন ক্যারিয়ারের ২২১তম। বাংলাদেশের হয়ে ২১৮ ম্যাচ খেলা মাশরাফি ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে খেলেন দুটি ওয়ানডে।
প্রথম ওয়ানডেতে দেশের হয়ে মাশরাফির ২১৮ ম্যাচের রেকর্ড ছাড়িয়ে যান মুশফিক। এবার ওয়ানডেতে তার ২২০ ম্যাচের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।
২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকু খেলেছিলেন দেশের হয়ে নিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। আর সোমবার এ তারকা খেলছেন ক্যারিয়ারের ২২১তম ম্যাচ।
এরআগে গত শুক্রবার সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডে মাশরাফিকে ছুঁয়ে রাতে ড্রেসিং রুমে কেক কেটে সতীর্থদের সঙ্গে মুশফিক ভাগাভাগি করেন নিজের অর্জনের আনন্দ।
Discussion about this post