ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে প্রথম ডাক পেলেও মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় এই তরুণের। তবে এবার ডাক পেয়েছেন ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে গত বুধবার অভিষেকেই বল হাতে ঝড় তোলেন। উইকেটের নেন তিনটি। স্বাভাবিকভাবে তামিম ইকবাল-সাকিব আল হাসানদের সঙ্গী হতে পেরে দারুণ উচ্ছ্বসিত এ পেসার।
দেশের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করতে চান হাসান। এরইমধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে স্বপ্ন পূরণ হয়েছে এ ডানহাতি পেসারের। যে কারণে বেশ উচ্ছ্বসিত হাসান মাহমুদ। রোববার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটা আসলে বলার মত কোন ভাষা নাই। এটা একটা স্বপ্ন ছিল, ছোট বেলা থেকেই ক্রিকেট খেলার ইচ্ছে ছিল। বলবো যে আল্লাহ তায়ালার একটা উপহার যে, জাতীয় দলে আসতে পেরেছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচে ৩ উইকেট নেন হাসান মাহমুদ। তবে নিজের নিজের দ্বিতীয় ম্যাচে ১ উইকেট পেলেও বেশ খরুচে (৫৪) ছিলেন তিনি। যে কারণে কিছুটা হতাশও তিনি,‘যা হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও অভিষেক ম্যাচটা ম্যাটার করে, তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো শুরু হয়েছে। চেষ্টা করেছি (দ্বিতীয় ম্যাচেও) প্রথম ম্যাচের মতই পারফর্ম করার। কিন্তু হয়নি, অসুবিধা নাই। ইনশ আল্লাহ পরেরবার হবে।’
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নিয়েই পড়ে থাকতে চান না হাসান মাহমুদ, মনোযোগ ধরে রাখতে চান ঘরোয়া ক্রিকেটেও। এ ব্যাপারে তিনি বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে অবশ্যই এরকম মানসিক শক্তি দরকার, যে রকম লাগবে আরকি। তো অবশ্যই চেষ্টা থাকবে আন্তর্জাতিক ক্রিকেট হোক ঘরোয়া ক্রিকেট হোক, লাইন-লেংথের সাথে কম্প্রমাইজ করা যাবেনা। সাথে পেস। সবে মিলে চেষ্টা করবো।’
রোববার এক ভিডিও বার্তায় হাসান মাহমুদ বলেন, ‘সবারই আসলে পেস বোলিং কোচিং থিমটা একই রকম হয়। ঘরোয়া কোচ বলেন বা বাইরের যে কোচই থাকুক, একই রকম হয়। এখানে ও (ওটিস গিবসন) ভালো ভালো দিক নির্দেশনা দিচ্ছে। লাইন লেংথ, ইয়র্কার, স্লোয়ার এগুলো আরেকটু নিখুঁত করার জন্য উনারা যা বলতেছে তাই করতেছি।’
হাসানের বলে গুতি আছে। তবে সেটা ঠিক রেখেই এ পেসার দুই পাশে সুইং করোনার ধারাবাহিকতা ধরে রাখতে বাড়তি মনোযোগ দিচ্ছেন,‘এটা আসলে কারো কারো জন্য ন্যাচারাল আবার কেউ নিজেরা করে। এটা টেস্ট ক্রিকেটের জন্য খুবই ভালো। ট্রাই করবো লাইন, লেংথ ঠিক রাখতে ছোট খাটো সুইং থাকবে।’
তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে জিনিসটা হল প্রক্রিয়া। দিনের পর দিন আপনি কি করছেন, কতটুকু কাজ করছেন, কতটুকু মেনে চলছেন নিজেকে, এটার উপর ভিত্তি করে পেসটা দিনের পর দিন বাড়তে। এটা খুবই গুরুত্বপূর্ণ, নিজেকে মেইনটেইন করা।’
Discussion about this post