ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো গত বছরের গত মে মাসের ঘটনা। যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মারা যেতেই ফুঁসে উঠে বিবেকবান মানুষেরা। তার মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন-প্রতিবাদ শুরু হয়েছে সেটি বহমান ক্রীড়াঙ্গনকেও। ক্রিকেটে ‘ব্ল্যাক লাইভন ম্যাটার’ আন্দোলন নিয়ে দারুণ সোচ্চার ওয়েস্ট ইন্ডিজ দল। দলটির সঙ্গে মাঠে এই একাত্মতা প্রকাশ করেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ডও। এবার সেই তালিকায় সামিল বাংলাদেশও।
বুধবার মিরপুরের শেরেবাংলায় মাঠে হাঁটু গেড়ে বসে নীরবতা পালন করলেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। ‘হাঁটু গেড়ে সামনে মুষ্টিবদ্ধ হাত’ বর্ণবাদ বিরোধী এই আন্দোলকে বলা হচ্ছে, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার।’ সেই আন্দোলনে যুক্ত হলো টাইগাররা।
বুধবার করোনা পরবর্তী যুগে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। সময়ের হিসাব বলছে ৩১৪ দিন পর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু। এদিনই ম্যাচ শুরুর ৫ মিনিট আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
ফ্লয়েডকে প্রায় নয় মিনিট ধরে হাঁটুর নিচে চেপে রেখেছিল কয়েকজন শেতাঙ্গ পুলিশ। এ কারণেই তার মৃত্যু হয় তার।
বুধবার উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জার্সিতেও ছিল জাতীয় পতাকার লাল-সবুজের রং। পাশাপাশি স্থান পেয়েছে স্মৃতিসৌধ ও মুক্তিযোদ্ধাদের উল্লাসের মুহূর্ত। বুকে বাংলাদেশ। এ ম্যাচেই অধিনায়ক তামিম ইকবালের পথচলা শুরু।
Discussion about this post