ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ধারাবাহিক সাফল্যের পুরস্কারটাই পেলেন তিনি। উঠে এসেছেন স্বপ্নপূরণের দরজায়। ওয়ানডে অভিষেক হয়ে গেলে লক্ষ্মীপুরের হাসান মাহমুদের। তরুণ এই পেসার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা পেলেন। বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে দলে আছেন অন্য দুই পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনও।
বাংলাদেশের ৩৬ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১৩৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে হাসানের। তামিম ইকবালের ক্যাপ্টেন্সি যুগে প্রথম অভিষিক্ত তিনিই।
২১ বছর বয়সী পেসার ১৩৫ থেকে ১৪২ কিলোমিটার গতিতে বোলিং করেন। এর আগে গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পান হাসান। যদিও অভিষেক হয়নি। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি ফরম্যাটে অভিষেক।
এবার যোগ্যতা দিয়েই জায়গা পেলেন ওয়ানডে দলে। উইন্ডিজ সিরিজের আগে বিকেএসপিতে দুটি প্রস্তুতি ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। ৯ ম্যাচে শিকার করেন ১১ উইকেট।
হাসানের ক্রিকেট চর্চা শুরু লক্ষ্মীপুরে, ২০১২ সালে স্থানীয় কোচ মনিরের অধীনে। এরপর ২০১৩ সালে লক্ষ্মীপুর জেলার হয়ে অনূর্ধ্ব-১৪ দলে খেলার সুযোগ পান। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৯ দলে খেলেন তিনি। ২০১৮ সালে খেলেছেন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দেখা গেছে তাকে।
গেল দুই বছরে ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম শ্রেণির ক্রিকেট ও বিপিএল ঘণ্টায় ১৪২.৪০ কিমি গতির আশপাশে বোলিং করে আলোচনায় আসেন। এবার দ্রুতগতির এই পেসার রঙিন জার্সিতে। টাইগারদের হয়ে লড়বেন ওয়ানডেতে!
অভিষেটাই রঙিন করে রাখলেন হাসান। বল হাতে চমক দেখান এ পেসার। ৬ ওভার ১ মেডেন ২৮ রান ৩ উইকেট। প্রথম ম্যাচেই মনে রাখার মতো সাফল্য।
Discussion about this post