ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন বছরের শুরুতেই ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন জো রুট। যা তিনি দেখাচ্ছেন গল টেস্টে। শনিবার দ্বিতীয় দিনে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। সব মিলিয়ে ১৮ চার ১ ছয়ে ২২৮ রান করেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলের বিপদের সময় টু ডাউনে নেমে হাল ধরলেন রুট। মিডল অর্ডারে লরেন্স ও বাটলার দিলেন খানিক সঙ্গ। এই দু’জনের বিদায়ের পর দল যখন একটু কোণঠাসা, দায়িত্বটা নিজের কাঁধেই নিলেন রুট। প্রায় একক প্রচেষ্টায় গল টেস্টে ইংল্যান্ডকে বড় স্কোরের পথে নিয়ে গেছেন তিনি। এরই মধ্যে তিনি করেছেন ডাবল সেঞ্চুরি।
শনিবার ম্যাচের তৃতীয় দিনে নিজের রান ডাবল সেঞ্চুরিতে পৌঁছান রুট। ২৯১ বলে ২০০ রান করেন। যার মধ্যে ছিল ১৫টি চার ও একটি ছক্কার মার। টেস্ট ক্যারিয়ারে রুটের এটি ১৮তম শতক এবং চতুর্থ ডাবল। শেষ পর্যন্ত তিনি ফেরেন ২২৮ রানে।
রুটের ব্যাটে ভর করে গল টেস্টর প্রথম ইনিংস ইংল্যান্ড করেছে ৪২১ রান। আর লঙ্কানরা করেছিল মাত্র ১৩৫ রান। যে কারণে সফরকারীরা লিড নিয়েছে ২৮৬ রানের।
Discussion about this post