ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০ জানুয়ারি শুরু ওয়ানডে সিরিজ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে পৃষ্ঠপোষক নিয়ে মিলছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে গত বৃহস্পতিবার দল পেল স্পন্সর। শুক্রবার ছুটির দিনে মিলল জার্সি স্পন্সরও। এই সিরিজে সাকিব আল-মুশফিকুর রহিমদের জার্সিতে থাকবে আকাশ ডিটিএইচের নাম।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আকাশের পৃষ্ঠপোষকতার মেয়াদ শুধুই এক উইন্ডিজ সিরিজ। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিচ্ছে যে, উইন্ডিজের বাংলাদেশ সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিট পার্টনার হচ্ছে আকাশ।’
বাংলাদেশের প্রথম ‘ডিরেক্ট টু হোম’ (ডিটিএইচ) ডিজিটাল স্যাটেলাইট সার্ভিস আকাশ এর আগেও বাংলাদেশের জার্সি স্পনসর ছিল। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শেষ পূর্ণাঙ্গ সিরিজটিতে তামিমদের জার্সিতে ছিল আকাশের নাম।
বুধবার থেকে শুরু উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে আগামী ২২ ও ২৫ জানুয়ারি।
Discussion about this post